Hardeep Nijjar’s Murder: নিজ্জর মামলায় মুক্তি! খলিস্তানি জঙ্গিনেতা ‘খুনে’ জামিন পেল চার ভারতীয়

Hardeep Nijjar's Murder: নিজ্জর মামলায় মিলল জামিন। খলিস্তানি জঙ্গি হত্যাকাণ্ডে কানাডার আদালতে জামিন পেলেন অভিযুক্ত চার ভারতীয়।

Hardeep Nijjar's Murder: নিজ্জর মামলায় মুক্তি! খলিস্তানি জঙ্গিনেতা 'খুনে' জামিন পেল চার ভারতীয়
Image Credit source: Mert Alper Dervis/Anadolu via Getty Images
Follow Us:
| Updated on: Jan 09, 2025 | 4:53 PM

অটোয়া: খলিস্তানি জঙ্গি হরদ্বীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে কানাডার আদালতে জামিন পেলেন অভিযুক্ত চার ভারতীয়। করণ ব্রার, অমনদীপ সিং, কমলপ্রীত সিং ও করণপ্রীত সিং-কে খুন ও ষড়যন্ত্রের মামলায় গ্রেফতার করেছিল সেদেশের পুলিশ। গত বছরের মে মাসে তারা গ্রেফতার হয়। অবশেষে বছর ঘুরতেই জামিন পেলেন সেই চার অভিযুক্ত।

আগামী ১১ই ফেব্রুয়ারি এই মামলারই শুনানি হতে চলেছে ব্রিটিশ কলোম্বিয়া সুপ্রিম কোর্টে। ২০২৩ সালে ব্রিটিশ কলোম্বিয়াতেই খুন করা হয় খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরকে। তবে ঘটনা গোটা বিশ্বের সামনে আসে তার অনেকটাই পরে। যখন সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজ্জর হত্যাকাণ্ডে ভারত সরকারের দিকে অভিযোগের আঙুল তোলে। অবশ্য, কানাডার প্রধানমন্ত্রীর তোলা সেই সকল অভিযোগকেই ভিত্তিহীন বলে দাবি করেছিল ভারত সরকার।

উল্লেখ্য, গত বছর মে মাসে এই চার অভিযুক্তকে গ্রেফতার করা হলেও তদন্ত প্রক্রিয়া বেশ টালবাহানা তৈরি হয় বলেই অভিযোগ। নভেম্বর মাসে আবার কোনও রকম প্রাথমিক তদন্ত ছাড়াই এই চার অভিযুক্তের বিচারপ্রক্রিয়া শুরু করে দেয় কানাডা সরকার। এরপর ওই মাসেই অভিযুক্তদের সুপ্রিম কোর্টে শুনানির জন্য হাজির করা হয়।

প্রসঙ্গত, হঠাৎ দলের মধ্যেই তৈরি হওয়া অন্তর্দ্বন্দ্বে ক্লান্ত হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন জাস্টিন ট্রুডো। মূলত, খলিস্তানপন্থী নেতাদের সমর্থন জুগিয়েই বিপদ বাড়িয়েছে ট্রুডো, এমনটাই মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। সম্প্রতি, নিজের সরকার বাঁচাতে খলিস্তানপন্থী নেতা জগমীৎ সিংয়ের দল নিউ ডেমোক্রেটিক পার্টির সমর্থন নিয়েছিলেন ট্রুডো। আর তারপর থেকে তাঁকে ঘিরে দ্বিধাবিভক্ত হয় তাঁর দল লিবারল পার্টি।