Canada New Visa Rule: যখন খুশি পারবে ‘তাড়াতে’! কানাডার ভিসা নিয়মে বদল আসতেই শঙ্কায় ভারতীয় পড়ুয়ারা

Canada New Visa Rule: জানা গিয়েছে, এই নতুন ভিসা নিয়মের জেরে আরও বেশি বলবান হয়ে গিয়েছে কানাডার 'সীমান্তরক্ষীরা'। তাদের হাতেই কার্যত অবাধ ক্ষমতা তুলে দিল সেদেশের সরকার।

Canada New Visa Rule: যখন খুশি পারবে তাড়াতে! কানাডার ভিসা নিয়মে বদল আসতেই শঙ্কায় ভারতীয় পড়ুয়ারা
Image Credit source: Getty Image

|

Feb 25, 2025 | 9:28 AM

অটোয়া: কানাডার ভিসা নিয়মে ফের বড় বদল। নতুন করে ফাঁপড়ে পড়ল বিদেশি পড়ুয়া ও কর্মীরা। জীবনমানের উন্নয়নের জন্য কানাডার দিকে ঝোঁক বাকি বিশ্ববাসীর বরাবরের। একটি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে কানাডায় পাঠরত বিদেশি পড়ুয়াদের মধ্য়ে বেশির ভাগটাই ভারতীয়। ইতিমধ্যে সেই দেশে পড়াশোনা করছেন প্রায় ৪ লক্ষেরও অধিক ভারতীয় পড়ুয়া।

আর সেই কানাডায় এবার প্রবেশ নিয়ে বাড়ছে সমস্যা। বিশ্বের আর সকল দেশের তুলনায় কানাডায় পড়াশোনা কিংবা কাজের ভিসা পাওয়া তুলনামূলক ভাবে অনেকটাই সহজ ছিল। কিন্তু ভারত-কানাডা দ্বন্দ্ব শুরু হতেই সেই ভিসা নিয়ে বাড়ছে ধন্দ। গত বছরেই ফাস্ট ট্র্যাক ভিসা বন্ধ করে দিয়েছে তারা। এবার কোপ পড়ল আরও একটি পদ্ধতিতে।

জানা গিয়েছে, এই নতুন ভিসা নিয়মের জেরে আরও বেশি বলবান হয়ে গিয়েছে কানাডার ‘সীমান্তরক্ষীরা’। তাদের হাতেই কার্যত অবাধ ক্ষমতা তুলে দিল সেদেশের সরকার। এবার থেকে নাকি তাদের হাতেই থাকবে কানাডায় আসা বিদেশি পড়ুয়া ও কর্মীদের রাশ। তাদের দড়ির টানেই প্রতি পদক্ষেপ ফেলার অনুমতি পাবেন কানাডায় আগত ভিন দেশিরা।

কী রয়েছে এই নতুন নিয়মে?

জানা গিয়েছে, এই নতুন নিয়মের মাধ্যমে যে কারওর ভিসা বাতিল ও অনুমোদন দিতে পারবেন সীমান্ত ও অভিবাসী আধিকারিকরা।

নতুন নিয়মে কোন কোন ক্ষেত্রে বিশেষে বাতিল হতে পারে ভিসা?

  • কানাডার অভিবাসী দফতর সূত্রে জানা গিয়েছে, যদি আধিকারিকের মনে হয়, সেই বিদেশি নাগরিক তাকে ভুল তথ্য প্রদান করছে, সেক্ষেত্রে তিনি তার ভিসা বাতিল করে দিতে সক্ষম।
  • যদি অফিসারের মনে হয়, সেই ব্যক্তি তার ভিসা শেষের পরেও কানাডা ছাড়বেন না, সেক্ষেত্রে তিনি তার ভিসা বাতিল করতে পারবেন।
  • এই নয়া নিয়মে আধিকারিকরা TRV, eTA, ওয়ার্ক পারমিট ও এমনকি স্টুডেন্ট ভিসা বাতিল করার ক্ষমতা রাখেন। সেক্ষেত্রে সেই ব্যক্তি যদি কানাডার স্থায়ী বাসিন্দাও হয়ে ওঠে, তাতেও তার ভিসা বাতিল হতে পারে।