Miss Japan Controversy: খেতাব জিতেও শান্তি নেই! চরমে বিতর্কে পড়েছেন এই মডেল

Jan 26, 2024 | 12:54 PM

Miss Japan Controversy: খেতাব জয়ের পর ওই মডেল বলেন, 'আমাকে বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে যে আমি জাপানি নই। কিন্তু আমি কৃতজ্ঞ যে এই প্রতিযোগিতায় আমাকে জাপানের বাসিন্দা হিসেবেই গণ্য করা হয়েছে।' কিন্তু তিনি এই প্রতিযোগিতায় জেতার পর সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়। কেউ কেউ টুইটারে লিখেছেন, জাপানের মানুষ এই মিস জাপানকে নিয়ে খুশি নয়।

Miss Japan Controversy: খেতাব জিতেও শান্তি নেই! চরমে বিতর্কে পড়েছেন এই মডেল
ক্যারোলিন শিনো
Image Credit source: twitter

Follow Us

জাপান: তুমুল বিতর্কের মুখে এক মডেল। সৌন্দর্য প্রতিযোগিতায় সদস্য জয়ী হয়েছেন জাপানের ক্যারোলিন শিনো। কিন্তু তাতেও রেহাই নেই। খেতাব জেতার আনন্দের মধ্যেই দানা বেঁধেছে চরম বিতর্ক। ২৬ বছর বয়সী এই তরুণী জাপানের বাসিন্দা তথা নাগরিক হলেও তাঁর জন্ম ইউক্রেনে। সম্প্রতি টোকিও-তে আয়োজিত প্রতিযোগিতায় জয়ী হন তিনি। তিনি জাপানের নায়োগার বাসিন্দা। মিস জাপান খেতাব এখন তাঁর মুকুটে। এরপরই শুরু হয়েছে বিতর্ক।

জানা গিয়েছে, ইউক্রেনে জন্ম হলেও পাঁচ বছর বয়সে জাপানে চলে যায় তাঁর পরিবার। তারপর থেকে জাপানকেই নিজের দেশ হিসেবে ভেবে এসেছেন ক্যারোলিন। নিজের বক্তব্যেও সে কথা জানিয়েছেন তিনি। কিন্তু খেতাব জয়ের পর প্রশ্ন উঠতে শুরু করেছে জাপানের বাসিন্দা না হয়েও কীভাবে খেতাব পেলেন তিনি!

খেতাব জয়ের পর ওই মডেল বলেন, ‘আমাকে বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে যে আমি জাপানি নই। কিন্তু আমি কৃতজ্ঞ যে এই প্রতিযোগিতায় আমাকে জাপানের বাসিন্দা হিসেবেই গণ্য করা হয়েছে।’

কিন্তু তিনি এই প্রতিযোগিতায় জেতার পর সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়। কেউ কেউ টুইটারে লিখেছেন, জাপানের মানুষ এই মিস জাপানকে নিয়ে খুশি নয়। কাদের শরীরে জাপানিদের রক্ত বইছে, সেটা দেখেই বিচার করা উচিত। জাপানের মানুষের মতো দেখতে না হয়েও মিস জাপান কেন হলেন, সেই প্রশ্নও তোলেন অনেকে।

Next Article