AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Travel advisory for Indian citizens: মিসাইলের আঁচে তপ্ত মধ্য প্রাচ্য, ইরানে বসবাসকারী ভারতীয়দের সতর্কবার্তা কেন্দ্রের

Travel advisory for Indian citizens: মধ্য প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিদেশমন্ত্রক। এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, ওই অঞ্চলে নিরাপত্তার উপর নজর রাখা হচ্ছে। এই আবহে ভারতীয়দের ইরান-যাত্রা নিয়ে সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় সরকার।

Travel advisory for Indian citizens: মিসাইলের আঁচে তপ্ত মধ্য প্রাচ্য, ইরানে বসবাসকারী ভারতীয়দের সতর্কবার্তা কেন্দ্রের
ইরানের মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত ইজরায়েলের একটি স্কুলImage Credit: PTI
| Updated on: Oct 02, 2024 | 3:24 PM
Share

জেরুজালেম: যুদ্ধের আঁচে ফুটছে মধ্য প্রাচ্য। ইজরায়েলে একের পর এক মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইজরায়েল লক্ষ্য করে তারা প্রায় ২০০টি মিসাইল ছুড়েছে। তারপরই ইরানকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মধ্য প্রাচ্যে পুরোদমে যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন অনেকে। এই আবহে ভারতীয়দের ইরান-যাত্রা নিয়ে সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় সরকার।

বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে ওই সতর্কবার্তায়, প্রয়োজন ছাড়া ইরান-যাত্রা এড়িয়ে যাওয়ার জন্য ভারতীয়দের পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে ইরানে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। এবং তেহরানে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

মধ্য প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিদেশমন্ত্রক। এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, ওই অঞ্চলে নিরাপত্তার উপর নজর রাখা হচ্ছে। মধ্য প্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

গতকাল ইজরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস সেই দেশে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করে। ওই সতর্কবার্তায় বলা হয়, “বর্তমান পরিস্থিতিতে ইজরায়েলে বসবাসকারী সমস্ত ভারতীয়কে সতর্ক থাকতে বলা হচ্ছে। স্থানীয় প্রশাসনের নিরাপত্তা প্রোটোকল মেনে চলতে অনুরোধ করা হচ্ছে।” বিনা প্রয়োজনে সেদেশের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত না করার জন্য অনুরোধ করা হয়। ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইজরায়েলি প্রশাসনের সঙ্গে তারা নিরন্তর যোগাযোগ রেখে চলেছে বলে দূতাবাসের তরফে জানানো হয়।

এদিকে, ইরানকে হুঁশিয়ারি দিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “মস্ত বড় ভুল করেছে ইরান। এর মূল্য চোকাতে হবে।” ইজরায়েলকে সমর্থন জানিয়েছে আমেরিকা। হামলার ফল ইরানকে ভুগতে হবে বলে মন্তব্য করেছে ওয়াশিংটন।