বেজিং: চিনের অস্ত্রাগারে রয়েছে এমন এক অস্ত্র যা সাদা চোখে ধরতেই পারবে না কেউ! সমুদ্রের অনেক গভীরে সেই অস্ত্র ধরা পড়বে না কারও র্যাডারে! এমনই এক অস্ত্র প্রস্তুত রেখেছে চিন। কিছুদিন আগেই চিনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে’ প্রকাশিত হয় সেই অস্ত্র সংক্রান্ত তথ্য সেখানে উল্লেখ করা হয়েছে, বেশ কয়েকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ওই অস্ত্র।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সমুদ্রের অনেক গভীরে রাখা থাকবে, এমনই পরিকল্পনা রয়েছে বেজিং-এর। হতে পারে ভূপৃষ্ঠ থেকে কয়েক হাজার মিটার গভীরে সযত্নে রাখা থাকবে সেটি। চিনের ‘শেনিয়াং ইনস্টিটউট’-এর একটি টিম এই প্রজেক্টে কাজ করছে বলে জানা যাচ্ছে।
সেই গোপন অস্ত্র বা সিস্টেমের নাম দেওয়া হয়েছে ‘অ্যাবিস’ (Abyss)। সম্প্রতি ওই অস্ত্র নিয়ে একটি আর্টিকল প্রকাশ করে ওই ইনস্টিটউট। তা থেকেই জানা যায়, ওই সিস্টেম ১১ হাজার মিটার বা ৩৬ হাজার ফুট নীচে কাজ করতে পারে কি না, সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে আসলে যে অস্ত্রটি সেনাবাহিনী ব্যবহার করবে, সেটি আকারে আরও বড় হবে। এটি এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে দিনের পর দিন সমুদ্রের তলায় পড়ে থাকলেও কোনও ক্ষতি হবে না।
মনে করা হচ্ছে, এর ফলে চিনের নৌবাহিনীর শক্তি আরও বাড়বে। মিসাইল, টর্পেডো সবই রেখে দেওয়া যাবে সমুদ্রের তলায়। জলপথে নজরদারি চালাতে, শত্রুকে নিশানা করতে কাজে লাগানো যেতে পারে এই অস্ত্র। আক্রমণ হলে, জলের তলা থেকে আচমকা তুলে আনা হতে পারে ওই অস্ত্র।