USA Vs China Tariffs: বিড়ালের গলায় ঘণ্টি বেঁধে কে আগে সরবে শুল্কযুদ্ধ থেকে? আমেরিকার দিকে বড় ইঙ্গিত চিনের
USA Vs China Tariffs: একদিকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মুখে শোনা যাচ্ছে 'টিট ফর ট্যাট' নীতির কথা। সেই আবহে তাঁর বাণিজ্য মন্ত্রকে যেন 'হাওয়া বদল' হচ্ছে।

ওয়াশিংটন: ভয় পাচ্ছে চিন? ট্রাম্পের লাগাতর শুল্কাঘাতের পর এবার ‘জেদ’ ভাঙল তাদের? অবশেষে নোয়ালো মাথা? রবিবার চিনের বাণিজ্য মন্ত্রকের মুখপাত্রের করা মন্তব্যের পর এমনই প্রশ্ন উড়ে বেড়াচ্ছে বিশ্ব রাজনীতির আকাশে-বাতাসে।
এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে ওই চিনা মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা আমেরিকার আর্জি রাখছি, তারা যেন রেসিপ্রোক্যাল ট্য়ারিফ বা পারস্পরিক শুল্ক বন্ধ করে এবং একটা পারস্পরিক সম্মান প্রদানের পথে আসে।’ তাঁর আরও সংযোজন, ‘বিড়ালের গলায় ঘণ্টিটা তিনিই খুলতে পারবেন, যিনি বেঁধেছেন।’
একদিকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মুখে শোনা যাচ্ছে ‘টিট ফর ট্যাট’ নীতির কথা। সেই আবহে তাঁর বাণিজ্য মন্ত্রকে যেন ‘হাওয়া বদল’ হচ্ছে। ওয়াকিবহাল মহলের অনুমান, আসলে এই শুল্কযুদ্ধ যে দুই দেশের পক্ষেই ক্ষতিকর তা টের পাচ্ছে আমেরিকা-চিন। কিন্তু বিড়ালে ঘণ্টি বেঁধে ‘জেদের লড়াই’ থেকে সরবে আগে কে? সেই নিয়েই এখন ধন্দ।
উল্লেখ্য, শুক্রবার আমেরিকার উপর আরও ৪১ শতাংশ শুল্ক চাপিয়েছে চিন। যার জেরে যুক্তরাষ্ট্রের উপর চাপানো মোট শুল্কের পরিমাণ ৮৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২৫ শতাংশে। বুধবার ডোনাল্ড ট্রাম্প চিনের উপর শুল্ক ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ। সেই নির্দেশের ২৪ ঘণ্টা কাটার আগেই আবার শুল্ক পরিমাণ বাড়িয়ে ১৪৫ শতাংশ করে তারা। সেই আঘাতের পাল্টা চিন ‘টিট ফর ট্যাট’ নীতি মেনে চাপিয়ে দেয় বাড়তি ৪১ শতাংশের বোঝা।





