বার্লিন: জার্মানির সংসদীয় নির্বাচনে এবার ভারতীয় মুখ। আগামী মাসের ২৩ তারিখে সেদেশে সংসদীয় নির্বাচন। আর তার আগেই সেই দৌড়ে নামলেন ভারতের ছেলে। নাম সিদ্ধার্থ মুডগল।
জার্মানির কনসারভেটিভ পার্টি বা ক্রিস্টিয়ান সোশ্যাল ইউনিয়নের টিকিটে সংসদীয় ভোটের লড়াইয়ে নেমেছেন সিদ্ধার্থ। আসন্ন নির্বাচনে জয় লাভ করলে, তিনিই হবেন সেদেশের সংসদের প্রথম ভারতীয় মুখ।
জার্মানির ভোটযুদ্ধে অংশগ্রহণ করলেও সিদ্ধার্থ কিন্তু মনে প্রাণে একজন ভারতীয়। জন্ম রাজস্থানের জয়পুরে। ২১ বছর বয়সে মনে এক ঝাঁক পাখির মতো স্বপ্ন নিয়ে ভিন দেশে পাড়ি দিয়েছিলেন তিনি। স্বপ্ন ছিল কিছু করে দেখানোর। আর সেই স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে জার্মানির সংসদীয় নির্বাচন পর্যন্ত এসে পৌঁছে গিয়েছেন তিনি। কিন্তু কখনওই থেমে থাকেননি সিদ্ধার্থ।
ছাত্রাবস্থায় নিজের দেশ ছেড়ে ভিন দেশে পাড়ি দিয়েছিলেন। পড়াশোনার খরচ জোগাড় হলেও, সমস্যা হত থাকা-খাওয়ার খরচ মেটাতে। সেই সমস্যাকে নির্মূল করতে পড়াশোনার পাশাপাশি শুরু করেছিলেন স্থানীয় রেস্তোরাঁয় বাসন মাজার কাজ।
পরবর্তীতে পড়াশোনা শেষ করেই ঝাঁপিয়ে পড়েন একাধিক বড় বড় কোম্পানির দিকে। বিশ্বের একাধিক নামজাদা সংস্থার সঙ্গে কাজ করেছেন তিনি। সামলেছেন একাধিক গুরুদায়িত্বও। ২০১০ সালে জার্মানির নাগরিকত্ব পান তিনি। এরপর ২০১৭ সালে নানারকম সামাজিক কাজকর্মের সুবাদে রাষ্ট্রপতির হাত থেকে পান পুরস্কার।
তাঁর কথায়, ‘এই দেশে এসে আমি একাধিক সুযোগ-সুবিধা পেয়েছি। এবার দায়িত্ব পালনের পালা। আমার মতোই যেন প্রত্যেকটা ব্যক্তি অদূর ভবিষ্যৎ সকল সুবিধা পেতে পারেন, সেই বিষয়টিকে নিশ্চিত করতে হবে।’
কোন দিকে যাবে জার্মানি? সেই ছকও কষে ফেলেছেন সিদ্ধার্থ। জানিয়েছেন দেশের মধ্যে বেকারত্বের সঙ্গে লড়ার পরিকল্পনা তৈরি করে ফেলেছেন তিনি। তাঁর কথায়, ‘বর্তমানে দেশের বেকারত্বের হার ছুঁয়েছে ৫.৯ শতাংশ। আর সেই সমস্যার সঙ্গে যুঝতে, আগামী পাঁচ বছরের মধ্যে ৫ লক্ষ নতুন চাকরি তৈরি করব আমরা। ‘