Donald Trump: ‘মোদীকে সম্মান করি কিন্তু ভারতকে ১৮২ কোটি কেন দেব?’, হঠাৎ কীসে এত গোঁসা হল ট্রাম্পের?
India-US Relation: ট্রাম্প এ দিন বলেন, "আমরা ভারতকে ২১ মিলিয়ন ডলার দিচ্ছি কেন? ওদের অনেক টাকা আছে। বিশ্বের সবথেকে বেশি কর নেওয়া দেশগুলির মধ্যে অন্যতম ভারত। ওরা এত বেশি কর নেয় যে আমরা সেভাবে ব্যবসাই করতে পারি না।"

ওয়াশিংটন: প্রধানমন্ত্রী মোদীর মার্কিন সফরের পরই বড় ধাক্কা। ১৮২ কোটি টাকার আর্থিক অনুদান বন্ধ করে দিল আমেরিকা। রবিবারই ইলন মাস্কের অধীনে থাকা সরকারি দক্ষতা দফতর (DOGE)-র তরফে ভারতীয়দের ভোটমুখী করতে ২১ মিলিয়ন ডলারের আর্থিক অনুদান বন্ধের ঘোষণা করা হয়। আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেই সিদ্ধান্তকে সমর্থন করলেন। মার্কিন নাগরিকদের করের টাকা কেন ভারতীয়দের ভোটমুখী করতে খরচ করা হবে, তা নিয়ে প্রশ্ন তুললেন।
ফ্লোরিডা থেকে ট্রাম্প এ দিন বলেন, “আমরা ভারতকে ২১ মিলিয়ন ডলার দিচ্ছি কেন? ওদের অনেক টাকা আছে। বিশ্বের সবথেকে বেশি কর নেওয়া দেশগুলির মধ্যে অন্যতম ভারত। ওরা এত বেশি কর নেয় যে আমরা সেভাবে ব্যবসাই করতে পারি না।”
#WATCH | US President Donald Trump says, “Why are we giving $21 million to India? They have a lot more money. They are one of the highest taxing countries in the world in terms of us; we can hardly get in there because their tariffs are so high. I have a lot of respect for India… pic.twitter.com/W26OEGEejT
— ANI (@ANI) February 18, 2025
তবে যে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এত বন্ধুত্ব, সুসম্পর্ক? সে বিষয় নিয়েও ব্যাখা দিয়ে ট্রাম্প বলেন, “ভারত ও তাদের প্রধানমন্ত্রীকে অনেক সম্মান করি আমি, কিন্তু ভোটার টার্নআউটের জন্য ২১ মিলিয়ন ডলার দেব? তাও আবার ভারতের ভোটে? এখানে ভোটার সংখ্যার কী হবে?”
গত ১৬ ফেব্রুয়ারি ডজ (DOGE ) একাধিক মার্কিন অনুদানে কাটছাঁট ঘোষণা করে। এর মধ্যেই অন্যতম ছিল ভারতের ভোটারদের বুথমুখী করার জন্য ২১ মিলিয়ন, ভারতীয় মুদ্রায় ১৮২ কোটি টাকার অনুদান। এই খরচকে অতিরিক্ত ও যুক্তিহীন বলেই উল্লেখ করা হয়।
শুধু ভারত নয়, বাংলাদেশের রাজনৈতিক অবস্থার উন্নয়নের জন্যও যে ২৯ মিলিয়ন ডলার অর্থ সাহায্য দেওয়া হত, তাও বন্ধ করে দেওয়া হয়। নেপালকে দেওয়া ৩৯ মিলিয়ন ডলারের অর্থ বরাদ্দ বাতিল করে দেওয়া হয়।





