Sunita Williams: পৃথিবীতে সুনীতাদের প্রথম ‘স্বাগত’ জানাল কারা? দেখুন ভিডিয়ো

Sunita Williams: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মঙ্গলবার ভারতীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে সুনীতাদের নিয়ে পৃথিবীর উদ্দেশে রওনা দেয় স্পেসএক্সের ড্রাগন যান। ১৭ ঘণ্টার যাত্রা শেষে বুধরাত রাত ৩টে ২৭ মিনিটে (ভারতীয় সময়) ফ্লোরিডার উপকূলে আটলান্টিক মহাসাগরে অবতরণ করে ড্রাগন যান।

Sunita Williams: পৃথিবীতে সুনীতাদের প্রথম স্বাগত জানাল কারা? দেখুন ভিডিয়ো
আটলান্টিক সাগরে অবতরণ করে স্পেসএক্সের ড্রাগন যান Image Credit source: NASA

Mar 19, 2025 | 8:56 AM

ফ্লোরিডা: সারা বিশ্ব প্রহর গুনছিল। ১৭ ঘণ্টার যাত্রা। নাসার পাশাপাশি নজর রাখছিল সারা বিশ্বের মানুষ। সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গে থাকা আরও তিন মহাকাশচারীর জন্য ফ্লোরিডার উপকূলে অপেক্ষা করছিল মেডিক্যাল টিম। ফ্লোরিডার আটলান্টিক মহাসাগরে কি আরও কারা অপেক্ষা করছিল সুনীতাদের স্বাগত জানাতে? তারাই কি সুনীতাদের প্রথম ‘স্বাগত’ জানাল পৃথিবীর বুকে? ড্রাগন যানের অবতরণের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর এই প্রশ্ন উঠছে। কারা প্রথম ‘স্বাগত’ জানাল সুনীতাদের?

২৮৬ দিন পর পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী বুচ উইলমোর। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তাঁদের সঙ্গে ফিরেছেন আরও দুই মহাকাশচারী। নাসার নিক হগ ও রাশিয়ার নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ। এই ২ জন ১১৭ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে সুনীতাদের সঙ্গে পৃথিবীতে ফিরলেন।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মঙ্গলবার ভারতীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে সুনীতাদের নিয়ে পৃথিবীর উদ্দেশে রওনা দেয় স্পেসএক্সের ড্রাগন যান। ১৭ ঘণ্টার যাত্রা শেষে বুধরাত রাত ৩টে ২৭ মিনিটে (ভারতীয় সময়) ফ্লোরিডার উপকূলে আটলান্টিক মহাসাগরে অবতরণ করে ড্রাগন যান।

এই অতরণের সময়ই পৃথিবীতে সুনীতাদের ফেরাকে ‘স্বাগত’ জানাতে প্রস্তুত ছিল তারা। এই তারা কারা? একটি ভিডিয়োয় দেখা যায়, সুনীতাদের পৃথিবীতে প্রথম ‘হাই’ বলে স্বাগত জানায় আটলান্টিক মহাসাগরের ডলফিনরা। সুনীতাদের ড্রাগন ক্যাপসুলের পাশে লাফালাফি করতে দেখা যায় ডলফিনদের। সাঁতার কাটতে থাকে ড্রাগন ক্যাপসুলের আশপাশে। যেন সুনীতাদের স্বাগত জানাতেই অপেক্ষা করছিল তারা। অনেকে বলছেন, শুধু বিশ্ববাসী নয়, সুনীতাদের ফেরার জন্য যে তারাও অপেক্ষা করছিল, সেটাই যেন বুঝিয়ে দিল ডলফিনরা। তাই, সুনীতাদের পৃথিবীতে প্রথম ‘স্বাগত’ জানাল তারাই।

সুনীতাদের স্বাগত জানাল ডলফিনের দল