Tariff Explained: মধ্যরাতে ট্রাম্পের ‘শুল্কাঘাত’! মূর্ছা যাবে ভারত?
Tariff Explained: বুধবার শত প্রাচীন সেই 'আমেরিকান ড্রিম' তত্ত্বকে হাতিয়ার করেই পারস্পরিক শুল্কের ঘোষণা করলেন তিনি। পাশাপাশি বলে দিলেন, এটাই আমেরিকার নতুন 'স্বাধীনতা দিবস'।

কলকাতা: ভারতে তখন মধ্যরাত। এদিকে সুদূর আমেরিকার হোয়াইট হাউসে পড়ে গিয়েছে হইচই। কোন দেশের উপর কত শুল্ক চাপানো হবে, সেই নিয়ে অঙ্ক কষছেন ট্রাম্প। ভারতে রাত পেরিয়ে যখন ভোরের আলো একটু একটু করে ফুটতে শুরু করেছে সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিলেন ‘বন্ধু’ দেশ ভারতের উপর পড়তে চলেছে ২৬ শতাংশ শুল্ক। শুধুই ভারত নয়। ট্রাম্পের ‘শুল্কাঘাত’ থেকে ছাড় পায়নি কেউই। বন্ধু-শত্রু ভুলে ‘চোখ বন্ধ’ করে ‘বন্দুক’ চালিয়ে গিয়েছেন তিনি। পরিস্থিতি এমনই যে আন্টার্টিকায় অবস্থিত অস্ট্রেলিয়ার দু’টি ‘নো ম্যানস ল্যান্ড’ অর্থাৎ যে জায়গায় মানুষ থাকে না, সেই রাষ্ট্রের উপরেও শুল্কের বোঝা চাপিয়েছেন তিনি। লক্ষ্য একটা ‘স্বপ্নপূরণ’। বুধবার শত প্রাচীন সেই ‘আমেরিকান...





