Donald Trump: ৯০ দিনের ‘মুক্তির’ পর শুল্ক নীতিতে ফের ছাড়! সুর নরম করছেন ট্রাম্প?

Donald Trump: শুক্রবার ট্রাম্প প্রশাসন তরফে ঘোষণা করা হয়েছে, স্মার্টফোন, ল্য়াপটপ ও সেমিকন্ডাক্টর চিপের আমদানিতে কোনও রকম বাড়তি শুল্ক চাপাবে না তারা। যার জেরে কিছু স্বস্তির নিশ্বাস ফেলল স্য়ামসাঙ, অ্যাপেলের মতো সংস্থাগুলি।

Donald Trump: ৯০ দিনের মুক্তির পর শুল্ক নীতিতে ফের ছাড়! সুর নরম করছেন ট্রাম্প?
ডোনাল্ড ট্রাম্প।Image Credit source: PTI

|

Apr 12, 2025 | 11:28 PM

ওয়াশিংটন: শুল্ক নীতিতে বড় ছাড় ট্রাম্পের। দিন কতক আগেই চিন বাদে আর সকল দেশের জন্য আপাতত চাপানো শুল্কে ৯০ দিনের স্থগিতাদেশ দিয়েছিলেন ট্রাম্প। এবার সেই পারস্পরিক শুল্ক নীতি নিয়েই আরও বড় ছাড় দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার ট্রাম্প প্রশাসন তরফে ঘোষণা করা হয়েছে, স্মার্টফোন, ল্য়াপটপ ও সেমিকন্ডাক্টর চিপের আমদানিতে কোনও রকম বাড়তি শুল্ক চাপাবে না তারা। যার জেরে কিছু স্বস্তিতে স্য়ামসাঙ, অ্যাপেলের মতো সংস্থাগুলি।

ট্রাম্পের শুল্কাঘাতের পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের অন্দরে ফোন, ল্যাপটপের দাম আকাশছোঁয়া হবে বলে অনুমান করেছিলেন বিশেষজ্ঞরা। এমনকি, দাম সামাল দিতে ট্রাম্প পারস্পরিক শুল্ক চাপানোর আগেই ভারত থেকে পাঁচ বিমান বোঝাই আইফোন, ম্যাকবুক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেয় অ্যাপেল। তারা জানিয়েছিল, শুল্কের কারণে যাতে ক্রেতাদের বিপদে না পড়তে হয়, সেই কারণেই আগামী কয়েক মাসের পণ্য শুল্ক লাগু হওয়ার আগেই মজুত করে তারা। শুধুই অ্যাপেলই নয়। একই ভয় পেয়েছিল স্যামসাঙও।

তবে এই ছাড় যে কতদিনের জন্য, সেই নিয়েও কিছু স্পষ্ট করা হয়নি হোয়াইট হাউস তরফে। ওয়াকিবহাল মহলের দাবি, আপাতত দেশের অন্দরে অতি ব্যবহৃত বৈদ্যুতিক পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। যা এখন বাড়তি শুল্ক মুক্ত হলেও, পরবর্তীতে এর জন্য অঙ্ক কষে অটো-মোবাইল শুল্কের কায়দায় আলাদা কোনও শুল্ক চাপাতে পারেন তিনি।