ওয়াশিংটন: নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন। আর সেই প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে গিয়ে হামলার মুখে পড়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে হামলাকারীর। সামনে এসেছে হামলাকারীর পরিচয়। পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম থমাস ম্যাথু ক্রকস। বছর কুড়ির থমাসের বাড়ি বিথেল পার্কে।
শনিবার নির্বাচনী প্রচারে পেনসিলভেনিয়ার বাটলার শহরে গিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। জনসভায় বক্তব্য রাখছিলেন। নির্বাচনী প্রচার চলাকালীনই ট্রাম্পের উপর হামলা হয়। তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। একটি গুলি ট্রাম্পের কান ঘেঁষে বেরিয়ে যায়। ট্রাম্পের ডান কানের পাতা চিরে গুলিটি বেরিয়ে যায়। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের কান দিয়ে রক্ত পড়তে দেখা যায়। হামলার পরই সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে মৃত্যু হয় হামলাকারী থমাসের। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রথম গুলি চলার পর আরও দুটি গুলির শব্দ শোনা যায়। ঘটনার ২ মিনিটের মধ্যে ট্রাম্পকে গাড়িতে তোলেন সিক্রেট সার্ভিসের অফিসাররা।
জানা গিয়েছে, একটি নির্মীয়মাণ বাড়ির ছাদে ছিলেন থমাস। ট্রাম্পের অনুষ্ঠান মঞ্চ থেকে যার দূরত্ব ১৩০ গজ। ওই ১৩০ গজ দূর থেকেই গুলি চালান থমাস। কিন্তু, কেন ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিলেন বছর কুড়ির ওই যুবক? সেটাই খুঁজে বের করার চেষ্টা করছে FBI।
কে এই থমাস?
ভোটার রেজিস্ট্রেশন রেকর্ড বলছে, থমাস নিজেও রিপাবলিকান সমর্থক। যে দলের হয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প। পেনসিলভেনিয়ার বিথেল পার্কে বাড়ি। বিথেল পার্ক হাইস্কুল থেকে ২০২২ সালে গ্রাজুয়েট হন বছর কুড়ির থমাস। জানা গিয়েছে, ওই বছর জাতীয় অঙ্ক ও বিজ্ঞান উদ্যোগের স্টার অ্যাওয়ার্ড পান থমাস। ৫০০ ডলার আর্থিক পুরস্কার পেয়েছিলেন।
৪৩ বছর পর কোনও মার্কিন প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট পদপ্রার্থীর উপর হামলার ঘটনা ঘটল। এর আগে ১৯৮১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগনের উপর হামলা হয়েছিল। গুলিতে জখম হয়েছিলেন রেগন। এবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের উপর হামলা হল।