Israel Iran Conflict: কয়েক দিনের মাথায় হচ্ছে ভূমিকম্প! মাটির তলায় ইজরায়েল-ধ্বংসের অস্ত্রতে শান দিচ্ছে ইরান? তুঙ্গে জল্পনা

Israel Iran Conflict: তবে এই ভূমিকম্পের পর থেকে উস্কে উঠেছে পারমাণবিক পরীক্ষার জল্পনা। কারণ, এটা প্রথম। ১৩ই জুন ইজরায়েলের সঙ্গে ঘাত-প্রতিঘাতে লিপ্ত হওয়ার পর থেকেই বারংবার ভূকম্পন অনুভূত হয়েছে এই দেশে।

Israel Iran Conflict: কয়েক দিনের মাথায় হচ্ছে ভূমিকম্প! মাটির তলায় ইজরায়েল-ধ্বংসের অস্ত্রতে শান দিচ্ছে ইরান? তুঙ্গে জল্পনা
Image Credit source: PTI

|

Jun 21, 2025 | 8:39 PM

তেহরান: কেঁপে উঠল ইরানের মাটি। উত্তর ইরানের কেন্দ্রীয় শহর সেমনান সাক্ষী থাকল ৫.১ মাত্রার ভূমিকম্পের। সেখানকার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেমনানের ২৭ কিলোমিটার পশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের সৃষ্টি হয়েছে। যার প্রভাব অনুভূত হয়েছে ইরানের রাজধানী তেহরান ও আলব্রোজ এলাকাতেও।

তবে এই ভূমিকম্পের পর থেকে উস্কে উঠেছে পারমাণবিক পরীক্ষার জল্পনা। কারণ, এটা প্রথম। ১৩ই জুন ইজরায়েলের সঙ্গে ঘাত-প্রতিঘাতে লিপ্ত হওয়ার পর থেকেই বারংবার ভূকম্পন অনুভূত হয়েছে এই দেশে।

এর আগে রাজাভি খোসরান প্রদেশে ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সেটির পর আবার ১৭ই জুন একই মাত্রা ভূমিকম্প তৈরি হয় বুশহর প্রদেশে। এরপর কয়েক দিনের মাথায় এবার সেমনান। যার পর থেকে মাথা চাড়া দিয়েছে পারমাণবিক পরীক্ষার জল্পনা। কারণ যত বেশি পরমাণু মিসাইল পরীক্ষা বাড়বে ততই তার প্রাথমিক প্রভাব হিসাবে ভূমিকম্পের সম্ভবনাও বাড়ে।

শুধু তাই নয়। শনিবার মধ্যরাতে ইরানের যে এলাকায় কম্পন তৈরি হয়, সেখানেই কিন্তু রয়েছে সেমনান ক্ষেপণাস্ত্র কমপ্লেক্স অ্যান্ড স্পেস সেন্টার। যা পারমাণবিক জল্পনাকে আরও উস্কানি দিয়েছে। যেভাবে প্রতি মুহূর্তে ঝাঁঝ বাড়ছে ইজরায়েল-ইরান সংঘাতের। কখন যে পরমাণু বোমা কেউ ছুড়ে বসে, তা নিয়ে ভয়ে রয়েছে গোটা বিশ্ব।

ইরান যেন এমন ভুল পদক্ষেপ না নেয়, সেই নিয়ে তাদের রাষ্ট্রীয় প্রতিনিধির সঙ্গে সুইজ়ারল্যান্ডের জেনেভাতে শুক্রবার বৈঠক করেন ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির মন্ত্রীরা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি-সহ বেশ কয়েক জন রাষ্ট্রীয় প্রতিনিধি। সেখানেই বিদেশমন্ত্রী জানিয়ে দেন, তাঁরা যে কোনও রকমের আলোচনায় রাজি, সমঝোতায় নয়।