
মাত্র ২৪ ঘণ্টা সময় ছিল হাতে। রাত পোহালেই মৃত্যুদণ্ড দণ্ডিত হওয়ার কথা ছিল ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার। অনেক চেষ্টা করেও আটকানো সম্ভব হচ্ছিল না। অবশেষে ফিরল স্বস্তি। স্থগিত হয়ে গেল নিমিশার ফাঁসি। তবে এখনই তাঁকে ভারতে ফেরানো সম্ভব হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। ছ’মাস আগেই তাঁকে মৃত্যুদণ্ডের রায় শোনান হয়েছিল। রায় শুনিয়েছে ইয়েমেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, নিমিশা ভারতের মেয়ে। তাঁর পুরো নাম নিমিশা প্রিয়া। কেরলের পালক্কাড় জেলার বাসিন্দা তিনি। নার্সের কাজ নিয়ে ২০০৮ সালে ইয়েমেনে গিয়েছিলেন তিনি। সঙ্গী হয়েছিলে স্বামী টমি টমাস ও মেয়েও। সেখানেই পাকাপাকি ভাবে ছিল তাদের বাস। কিন্তু পাকেচক্রে ২০১৪ সাল থেকেই শুরু হয় সমস্যা। ...