Explained: ‘মীরজাফর’ জিন্নাহ-ই! কেন বালোচিস্তান হাতছাড়া হতে চলেছে পাকিস্তানের?
Balochistan Crisis: আগুনে ঘি ঢালে একটি ভুয়ো খবর। ছড়িয়ে দেওয়া হয় যে খান-রা আসলে ভারতে সামিল হতে চান, তাই জন্য পাকিস্তানের প্রস্তাবে না করছে। এরপর চাপের মুখে পড়েই কালাতের খানদের মাথা নত করে পাকিস্তানের সঙ্গে জুড়ে যেতে হয়।

ধূ ধূ প্রান্তর। চারিদিকে শুকনো পাহাড় ছাড়া কিছু নেই। মাঝখান দিয়ে গিয়েছে একটা রেলপথ। ঠিক সিনেমার মতো সাজানো দৃশ্য। সেখানেই চলছিল ধুন্ধুমার অ্যাকশন। সুড়ঙ্গে ট্রেন ঢুকতেই একটা বিস্ফোরণ। সামনের রেললাইনও উড়িয়ে দিল জঙ্গিরা। ট্রেনের আর যাওয়ার পথ নেই। অগ্যতা দাঁড়াতেই হল। আর ট্রেন দাঁড়াতেই নিমেষে ঘিরে ফেলল ওরা, সবার হাতে বন্দুক। মাথায় বাঁধা কাপড়। হাইজ্যাক হয়ে গেল আস্ত একটা ট্রেন। বন্দি ৪৫০ যাত্রী। বালোচ ছাড়া অন্য প্রদেশের যাত্রীদের দেখলেই গুলি চালাচ্ছিল জঙ্গিরা। সেনাকর্মী দেখলে তো কথাই নেই। ওই মুহূর্তেই মৃত্যু নিশ্চিত। পাকিস্তানে ট্রেন হাইজ্যাক নিয়ে হইচই বিশ্বজুড়ে। ৩০ ঘণ্টার অভিযান চালিয়ে বন্দিদের মুক্ত করেছে পাকিস্তান নিরাপত্তা বাহিনী। নিকেশ করা হয়েছে ২৭ জঙ্গিকে। পাক নিরাপত্তা বাহিনীর ৩০ জন জওয়ানেরও মৃত্য়ু হয়েছে। কিন্তু হঠাৎ কেন ট্রেন হাইজ্যাক হল? কারাই বা করল এই হাইজ্যাক? কী দাবি তাদের? ...





