Facebook Problem: আপনার ফেসবুক অ্যাকাউন্টও ‘লগ আউট’ হয়ে গিয়েছিল? কেন ক্ষমা চাইল জ়াকারবার্গের সংস্থা?

Facebook Problem: সমস্যা শুরু হওয়ার পর বহু ব্যবহারকারীই চিন্তায় পড়ে গিয়েছিলেন। কেউ ভেবেছিলেন তাঁদের ফোনের সমস্যা, কেউ ভেবেছিলেন নেটওয়ার্কের, আবার কেউ ভেবেছিলেন সাইবার হানার শিকার হয়েছে তাঁদের ফেসবুক অ্যাকাউন্ট।

Facebook Problem: আপনার ফেসবুক অ্যাকাউন্টও লগ আউট হয়ে গিয়েছিল? কেন ক্ষমা চাইল জ়াকারবার্গের সংস্থা?
ফেসবুক Image Credit source: GFX- TV9 Bangla

Mar 06, 2024 | 2:38 AM

নয় দিল্লি: ভর সন্ধ্যায় হঠাৎ বিভ্রান্তি। মোবাইল ফেসবুক অ্যাপ খুললেই দেখা যাচ্ছে, লগ আউট হয়ে গিয়েছে আপনা থেকেই। বারবার পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করেও কোনও লাভ হচ্ছে না। মঙ্গলবার সন্ধ্যায় এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল। গোটা দেশ তো বটেই, বিশ্বের একাধিক জায়গায় ফেসবুক ব্যবহারকারীরা এই সমস্যার মধ্যে পড়েছিলেন। অনেকেই এক্স মাধ্যমে জানান সমস্যার কথা। পরে সমস্যার কথা স্বীকার করে নেয় ‘মেটা।’

প্রায় ১ ঘণ্টার কাছাকাছি সময় ধরে চলে সমস্যা। পরে তা সমাধান হয়। শুধু ফেসবুক নয়, ইনস্টাগ্রামেও চলছিল একই সমস্যা। সমস্যা শুরু হয় ভারতীয় সময় রাত সাড়ে ৮টার আশপাশে। এর কিছুক্ষণ পর মেটা-র তরফে সাড়া মেলে। মেটা-র মুখপাত্র অ্যান্ডি স্টোন এক্স মাধ্যমে লেখেন, ‘আমরা জানি মানুষজন আমাদের পরিষেবা নিয়ে সমস্যায় পড়েছেন। আমরা কাজ করছি।’

পরে বিষয়টা ঠিক হয়ে যাওয়া পর ক্ষমাও চেয়ে নেন অ্যান্ডি স্টোন। তিনি লেখেন, যান্ত্রিক সমস্যার কারণে মানুষের অসুবিধা হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করেছি। যাঁরা সমস্যা পড়েছেন, তাঁদের প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থনা করি।

তবে এদিন সমস্যা শুরু হওয়ার পর বহু ব্যবহারকারীই চিন্তায় পড়ে গিয়েছিলেন। কেউ ভেবেছিলেন তাঁদের ফোনের সমস্যা, কেউ ভেবেছিলেন নেটওয়ার্কের, আবার কেউ ভেবেছিলেন সাইবার হানার শিকার হয়েছে তাঁদের ফেসবুক অ্যাকাউন্ট। কিছুক্ষণ পরে হলেও, অবশেষে স্বাভাবিক হয়েছে পরিষেবা।