মস্কো: বয়স এখনও ২৫ পেরোয়নি। কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এমন যুবতীরা স্বাস্থ্যবান সন্তানের জন্ম দিলেই পাবেন মোটা অঙ্কের টাকা। কোনও সংস্থা নয়। প্রশাসনের তরফেই সেই টাকা দেওয়া হবে। ২৫ বছরের কম বয়সী যুবতীদের এমনই ‘অফার’ দেওয়া হয়েছে রাশিয়ায়।
জনসংখ্যার সংকট কাটাতে চিন ও জাপানের পথে এবার হাঁটল ভ্লাদিমির পুতিনের রাশিয়ার একটি অঞ্চলের প্রশাসন। মস্কো টাইমস নামে একটি সংবাদপত্র জানিয়েছে, কারেলিয়ার প্রশাসনের তরফে এই অফার দেওয়া হয়েছে। বলা হয়েছে, স্বাস্থ্যবান শিশুর জন্ম দিতে পারলেই ১ লক্ষ রুবেল (ভারতীয় মুদ্রায় প্রায় ৮১ হাজার টাকা) দেওয়া হবে। যুবতীর বয়স হতে হবে ২৫ বছরের কম। তাঁকে স্থানীয় কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে। এবং অবশ্য কারেলিয়ার বাসিন্দা হতে হবে। মৃত সন্তান প্রসব করলে ওই টাকা দেওয়া হবে না। তবে জন্মের পর সন্তানের মৃত্যু হলে টাকা ফেরত নেওয়া হবে কি না, তা স্পষ্ট করা হয়নি। একইসঙ্গে কোনও যুবতী বিশেষভাবে সক্ষম শিশুর জন্ম দিলে, তিনি ওই আর্থিক সাহায্য পাবেন কি না, তা বলা হয়নি।
রাশিয়ায় জন্মহার অস্বাভাবিকভাবে কমছে। ২০২৪ সালের প্রথম অর্ধে পুতিনের দেশে ৫ লক্ষ ৯৯ হাজার ৬০০ শিশুর জন্ম হয়। গত ২৫ বছরে যা সর্বনিম্ন। ২০২৩ সালে একই সময়সীমার চেয়ে ১৬ হাজার কম। কারেলিয়ার মতো রাশিয়ার অন্যান্য অঞ্চলও একইরকম উদ্যোগ নিচ্ছে। জানা গিয়েছে, রাশিয়ার ১১টি অঞ্চলের প্রশাসন যুবতী ছাত্রীদের সন্তান প্রসবে আর্থিক সাহায্য়ের কথা জানিয়েছে।
অন্যদিকে, জনসংখ্যা বাড়াতে রাশিয়া সরকারও সন্তান প্রসবে মহিলাদের আর্থিক সাহায্যের পরিমাণ বাড়িয়েছে। ২০২৫ সাল থেকে প্রথমবার মা হলে একজন মহিলা ৬ লক্ষ ৭৭ হাজার রুবেল (৬ হাজার ১৫০ মার্কিন ডলার) পাবেন। গতবছর যা ছিল ৬ লক্ষ ৩০ হাজার ৪০০ রুবেল। আর দ্বিতীয়বার মা হলে একজন মহিলা পাবেন ৮ লক্ষ ৯৪ হাজার রুবেল। ২০২৪ সালে যা ছিল ৮ লক্ষ ৩৩ হাজার রুবেল।