Pahalgam tourist attack: ‘তোমাদের জন্য লজ্জা হয়’, নিজের দেশেরই প্রধানমন্ত্রীকে বিঁধলেন প্রাক্তন পাক ক্রিকেটার

Pahalgam tourist attack: পাক ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত এমন দু'জন ক্রিকেটার রয়েছেন যাঁরা ধর্মে হিন্দু। তাঁদের মধ্যে একজন অনিল দলপত ও অন্যজন হলেন দানিশ কানেরিয়া। আক্রম, ইউনুসদের সময়ে দলের অন্যতম স্পিনার তিনি।

Pahalgam tourist attack: তোমাদের জন্য লজ্জা হয়, নিজের দেশেরই প্রধানমন্ত্রীকে বিঁধলেন প্রাক্তন পাক ক্রিকেটার
দানিশ কানেরিয়া, পাক প্রাক্তন ক্রিকেটারImage Credit source: x handle

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 24, 2025 | 1:43 PM

নয়া দিল্লি : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে ক্ষোভে ফুঁসে উঠেছে গোটা দেশ। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, ক্রিকেটার সকলেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এবার জঙ্গি হামলা নিয়ে বিস্ফোরক পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। সরকার ও পাক প্রধানমন্ত্রীকে একহাত নিলেন প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়ার। তাঁর প্রশ্ন যদি, ‘যদি পহেলগাঁওয়ের ঘটনায় ভূমিকা না থাকে,তবে কেন শোক প্রকাশ করছে না পাক সরকার ও পাক প্রধানমন্ত্রী?’

পাক ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত এমন দু’জন ক্রিকেটার রয়েছেন যাঁরা ধর্মে হিন্দু। তাঁদের মধ্যে একজন অনিল দলপত ও অন্যজন হলেন দানিশ কানেরিয়া। আক্রম, ইউনুসদের সময়ে দলের অন্যতম স্পিনার তিনি। পাকিস্তানের হয়ে ৬১টি টেস্টে পেয়েছেন ২৬১ উইকেট। ১৮ টি একদিনের ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১৫।

সেই পাক ক্রিকেটারই এবার কার্যত তুলোধনা করলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে। নিজের এক্স হ্যান্ডেলে দানিশ লিখেছেন, ‘কেন পহেলগাওঁয়ের ঘটনার পর দেশজুড়ে হাই অ্যালার্টের নির্দেশ? কারণ তোমরা সত্যিটা জানো। তোমরা জঙ্গিদের আশ্রয় দাও। তোমাদের জন্য লজ্জা হয়।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুর দেড়াটা নাগাদ জঙ্গিরা গুলি করে হত্য়া করে ছাব্বিশ জন পর্যটককে। সেই ঘটনার পর গোটা দেশজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা, সৌদি আরব, ইরানের মতো দেশগুলি। ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে শুরু করেছে ভারত। যদিও, পাকিস্তানের দাবি এই ঘটনার সঙ্গে তারা যুক্ত নয়। এবার এই প্রসঙ্গেই পাক ক্রিকেটার একহাত নিলেন নিজের দেশেরই প্রধানমন্ত্রীকে।