
কলম্বো: টানা ৩৬ ঘণ্টার জন্য অন্ধকারে ডুবে গেল গোটা দেশ। না জ্বলছে আলো। না চলছে ফ্যান। পরিস্থিতি এমনই যে জ্বলছে না এলাকার ল্যামপোস্টটাও। টানা দু’দিন লোডশেডিং দেশে। বিদ্যুৎ নেই রাজধানীতেও। কিন্তু কীভাবে ঘটল এমন কাণ্ড?
প্রশাসনিক কর্তারা জানাচ্ছেন, বাঁদরের বাঁদরামির জেরেই এমন কাণ্ড ঘটেছে গোটা দেশে। ঘটনা খোদ ভারতের পড়শি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার।
রবিবার হঠাৎ করেই বেলার ১১টার দিকে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা। প্রাথমিক ভাবে প্রত্যেকেই মনে করেন, যে প্রতিদিনের মতো কিছুক্ষণের জন্য হয়েছে লোডশেডিং। কিন্তু বিপদ বাড়ে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে। সময় যেতে থাকে কিন্তু স্বাভাবিক হয় না পরিস্থিতি। তারপরই জানা যায়, শুধু স্থানীয় এলাকা নয়। গোটা দেশেই উড়ে গিয়েছে বিদ্যুৎ।
কিন্তু কীভাবে ঘটল এমন অঘটন?
দ্বীপরাষ্ট্রের বিদ্যুৎমন্ত্রক সূত্রে খবর, কলম্বোর মূল বিদ্যুৎ কেন্দ্রে একটি বাঁদর ঢুকে যাওয়ার জেরে এই সমস্যা তৈরি হয়েছে। বাঁদরের বাঁদরামিতেই নষ্ট হয়ে গিয়েছে বেশ কিছু যন্ত্রপাতি। যার জেরে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা। অবশ্য, প্রশ্ন উঠছে যে একটি সরকারি প্রতিষ্ঠানের অন্দরে বাঁদর ঢুকে এমন কাণ্ড ঘটাল। আর তা ঘুণাক্ষরেও টের পেল না কেউ, এমনটাও সম্ভব হতে পারে? নাকি নেপথ্যে লুকিয়ে অন্য কোনও কারণ, যা স্বীকার করছেন না মন্ত্রী।