Mass shooting: নিরস্ত্র ব্যক্তিই বন্দুকবাজের সঙ্গে লড়াই করে বাঁচালেন অনেকের প্রাণ, দেখুন ভিডিয়ো

Mass shooting at Sydney Beach: এদিন কালো পোশাক পরে দুই বন্দুকবাজ সিডনির বন্ডি বিচে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, গাছের আড়াল থেকে গুলি চালাচ্ছে এক বন্দুকবাজ। তার থেকে কিছুটা দূরে একটি গাড়ির পিছনে বসেছিলেন ওই ব্যক্তি। সম্পূর্ণ নিরস্ত্র।

Mass shooting: নিরস্ত্র ব্যক্তিই বন্দুকবাজের সঙ্গে লড়াই করে বাঁচালেন অনেকের প্রাণ, দেখুন ভিডিয়ো
দেখুন কীভাবে বন্দুকবাজের উপর ঝাঁপিয়ে পড়েন নিরস্ত্র ওই ব্যক্তিImage Credit source: X handle

Dec 14, 2025 | 6:24 PM

সিডনি: আটদিনের ইহুদি উৎসব হানুক্কার সূচনাকে ঘিরে উন্মাদনা। রবিবার সন্ধেয় (স্থানীয় সময়) সিডনির বন্ডি বিচে শয়ে শয়ে মানুষ আসছেন এই উৎসবে। তখনই আচমকা এলোপাথাড়ি গুলির শব্দ। লুটিয়ে পড়লেন বেশ কয়েকজন। নৃশংস এই হামলায় ১১ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। সেই সংখ্যাটা হয়তো আরও বেশি হতে পারত। কিন্তু, একজন নিরস্ত্র ব্যক্তির সাহসিকতায় প্রাণে বাঁচলেন অনেকে। এক বন্দুকবাজের উপর ঝাঁপিয়ে পড়ে বন্দুক কেড়ে নেন ওই ব্যক্তি। সেই বন্দুক দিয়েই বন্দুকবাজকে গুলি করেন। বন্দুকবাজের উপর ঝাঁপিয়ে পড়ে বন্দুক কেড়ে নেওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে।

এদিন কালো পোশাক পরে দুই বন্দুকবাজ সিডনির বন্ডি বিচে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, গাছের আড়াল থেকে গুলি চালাচ্ছে এক বন্দুকবাজ। তার থেকে কিছুটা দূরে একটি গাড়ির পিছনে বসেছিলেন ওই ব্যক্তি। সম্পূর্ণ নিরস্ত্র। ওই নিরস্ত্র অবস্থাতেই দৌড়ে গিয়ে পিছন দিক থেকে জাপটে ধরেন বন্দুকবাজকে। দু’জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির সময় বন্দুকবাজের হাত থেকে বন্দুকটি কেড়ে নেন নিরস্ত্র ওই ব্যক্তি। তখন কিছুটা পিছু হটে হামলাকারী। তখন হামলাকারীকে লক্ষ্য করে তার বন্দুক থেকেই গুলি চালান ওই ব্যক্তি। ১৫ সেকেন্ডের ভিডিয়োটি সামনে এসেছে। অনেকে বলছেন, নিরস্ত্র ওই ব্যক্তির সাহসিকতার জন্য অনেকের প্রাণ বাঁচল। 

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, হামলায় ১১ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আর একজন হামলাকারীর মৃত্যু হয়েছে। এই হামলাকে জঙ্গি হামলা বলে ঘোষণা করেছে তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রায় ৫০ রাউন্ড গুলি চলেছে। এই জঙ্গি হামলার নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিজনদের সমবেদনা জানিয়েছে। এই বিষাদের সময় অস্ট্রেলিয়ার নাগরিকদের পাশে ভারত রয়েছে বলে বার্তা দেন তিনি।