Venezuela Attack: গিয়েছিল লাদেনহত্যার সময়! মাদুরোর ঘরেও সেই ‘নিশাচর’কেই পাঠান ট্রাম্প
Maduro Captured by USA: গত কয়েক মাস আগে ভেনেজুয়েলার আশেপাশে এই বিশেষ হেলিকপ্টার বাহিনীকে দেখা গিয়েছিল। গত অক্টোবরে ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ক্যারিবিয়ান সাগরে মহড়া দিতে দেখা গিয়েছে 'নাইট স্টকার্স' বাহিনীকে। তারপরই মাদুরোর প্রাসাদে সেই বাহিনী।

নয়াদিল্লি: মাদুরোরকে তুলে আনতে ভেনেজুয়েলায় ‘নিশাচর’ পাঠিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। নেতৃত্ব দিয়েছিল আমেরিকার ‘ডেল্টা বাহিনী’। শুক্রবার মধ্যরাত। পরপর বিস্ফোরণ। শান্ত রাজধানীকে নিমেষে ঢেকে ফেলল উত্তেজনার চাদর। প্রেসিডেন্টে নিকোলাস মাদুরোর প্রাসাদে ঢুকে পড়ল মার্কিন সেনা। ঠিক যে কায়দায় বের করা তুলে আনা হয়েছিল ইরাকের প্রধান সাদ্দামকে, সেই একই ছবি আবার দেখল বিশ্ববাসী। এবার নজরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই অভিযানে ডেল্টা বাহিনীর সঙ্গে ছিল পেন্টাগনের এমএইচ ৪৭জি চিনুক এবং এমএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টার ইউনিট। যাদের সংক্ষেপে বলা হয় ‘নাইট স্টকার্স’। এরা যেন নিশাচর। যে ভাবে রাতে অন্ধকারে গিয়েছিল লাদেনের হত্য়া, ঠিক সেই ভাবেই গেল মাদুরোর অপহরণেও।
আমেরিকার এই ‘নাইট স্টকার্স’ ইউনিট চালু হয়েছিল আশির দশকের শুরুর দিকে। তার ঠিক আগেই, ১৯৮০ সালে ইরান থেকে বন্দি উদ্ধার অভিযানে ব্য়র্থ হয় পেন্টাগন। তার পরেই এমন একটি ইউনিট তৈরি করেছিল তারা, যা পরবর্তীতে হয়ে উঠল তাদের রাতের অভিযানে সঙ্গী। পরবর্তীতে এই হেলিকপ্টার ইউনিটের কথা মাথায় রেখে মার্কিন সেনায় তৈরি হয়েছিল ১৬০ তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্ট। যা পরবর্তীতে পরিচিতি পেল ‘নাইট স্টকার্স’। শুক্রবার রাতে সেই বাহিনী অভিযান চালিয়েছিল মাদুরোর প্রাসাদেও, এমনটাই মত একাংশের।
গত কয়েক মাস আগে ভেনেজুয়েলার আশেপাশে এই বিশেষ হেলিকপ্টার বাহিনীকে দেখা গিয়েছিল। গত অক্টোবরে ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ক্যারিবিয়ান সাগরে মহড়া দিতে দেখা গিয়েছে ‘নাইট স্টকার্স’ বাহিনীকে। তারপরই মাদুরোর প্রাসাদে সেই বাহিনী।
