AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

In Depth on Sheikh Hasina: হাসিনার পিঠে ছুরি মেরেছিলেন নিজের আত্মীয় ওয়াকার-উজ-জামানই! বিস্ফোরক তথ্য

In Depth on Sheikh Hasina: "অভিমন্যুর মতো চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছিল। ওয়াকার দেশের মৌলবাদী শক্তিগুলির সঙ্গে হাত মিলিয়েছিল হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে। জামায়াত-ই-ইসলামি বাংলাদেশ সব মৌলবাদী শক্তিগুলিকে একজোট করেছিল। ভুলে যাবেন না আগেও এই কট্টরপন্থী গোষ্ঠীগুলি ইসলামিক আইনের ব্যাখ্য়া ও নিজেদের মতাদর্শগত পার্থক্য নিয়ে লড়াই করেছিল। কিন্তু হাসিনার সরকার ফেলতে এরা সবাই জামাত-ই-ইসলামির অধীনে একজোট হয়েছিল।"

In Depth on Sheikh Hasina: হাসিনার পিঠে ছুরি মেরেছিলেন নিজের আত্মীয় ওয়াকার-উজ-জামানই! বিস্ফোরক তথ্য
Image Credit: TV9 বাংলা
| Updated on: Nov 05, 2025 | 5:10 PM
Share

বাংলাদেশের অন্দরে বিরাট শোরগোল। সামরিক বিদ্রোহ লাগল নাকি? হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশে অস্থিরতা চলছেই। এবার চাঞ্চল্যকর সব তথ্য সামনে এল। কোনও বিদ্রোহ নয়, হাসিনা (Sheikh Hasina)-কে বাংলাদেশের গদি থেকে সরানোর পিছনে নাকি ছিল আমেরিকার হাত! বাংলাদেশে এখনও প্রকাশিত হয়নি, তার আগেই চর্চায় একটি বই। সেই বইতে শেখ হাসিনার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনা কোনও স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়, এটা সিআইএ (CIA)-র সুচারু পরিকল্পনা ছিল। বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার-উজ-জামান, যিনি হাসিনার আত্মীয়, তিনিই হাসিনার পিঠে ছুরি মেরেছেন! ইনশাআল্লাহ বাংলাদেশ: দ্য স্টোরি অব অ্য়ান আনফিনিশড রেভলিউশন নামক বইতেই এই দাবি করা হয়েছে। দীপ হালদার, জয়দীপ মজুমদার ও সাহিদুল হাসান...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন