
ওয়াশিংটন ও স্টকহোম: চলতি বছরের নোবেল পুরস্কারের কোন ক্যাটেগরি ঘিরে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছিল? এই প্রশ্নের উত্তর বোধহয় সবারই জানা। আর তার নেপথ্যে একজনই। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজনীতির কারবারি, কূটনীতিক থেকে সাধারণ মানুষ, প্রায় সবার কৌতূহল ছিল নোবেল শান্তি পুরস্কারকে ঘিরে। এবছর পুরস্কার ঘোষণার আগে নোবেল শান্তি পুরস্কার কে পাবেন, তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়েছিল। কারণ, নোবেল শান্তি পুরস্কার তাঁর পাওয়া উচিত বলে নিজেই দাবি করেন ট্রাম্প। তাঁর যুক্তি, আটটি যুদ্ধ থামিয়েছেন তিনি। শেষপর্যন্ত অবশ্য ট্রাম্পের ভাগ্যে শিকে ছেঁড়েনি। এবছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। ট্রাম্প প্রশাসন এতে শান্তির চেয়ে রাজনীতি দেখছে। ট্রাম্প শান্তিতে নোবেল না পেলেও এর আগে আমেরিকার চার প্রাক্তন প্রেসিডেন্ট এই পুরস্কার পেয়েছেন। কোনও যুক্তিতে তাঁদের শান্তিতে নোবেল দেওয়া হয়েছিল? কী করেছিলেন তাঁরা? একনজরে দেখে নেওয়া যাক। আমেরিকার চার...