
উপমহাদেশ থেকে তো সেই কবেই ব্রিটিশরা পাততাড়ি গুটিয়েছে। তবে, ভারত মহাসাগরে তাদের বেআইনি জবরদখল যায়নি। অবশেষে তাও শেষ হতে চলেছে। মুছে যাওয়ার পথে আফ্রিকার শেষ ব্রিটিশ কলোনি। কয়েকটা জায়গায় কিছু জটিলতা আছে। তবে মোদ্দা কথা, চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের হাতে তুলে দিতে রাজি হয়েছে ব্রিটেন। কেন এই সিদ্ধান্ত নিল তারা? ব্রিটেনের সুর নরমের পিছনে ভারতের ভূমিকা কী? গোড়ায় ইতিহাসটা একটু বলা দরকার। মরিশাস ছিল ব্রিটিশ কলোনি। ১৯৬৮ সালে ব্রিটিশরা মরিশাস ছেড়ে চলে যায়। যদিও, মরিশাসের কাছে চাগোস দ্বীপপুঞ্জের অধিকার তারা ছাড়েনি। এই অঞ্চলটাকে তাই বলা হত ব্রিটিশ ইন্ডিয়ান ওশেন টেরিটরি। ১৯৭০ সালে ব্রিটিশরা আরও একটা ‘খারাপ’ কাজ করে। চাগোস দ্বীপপুঞ্জের সবথেকে বড় দ্বীপের নাম দিয়াগো গার্সিয়া। সেখানে সেনাঘাঁটি তৈরির জন্য দ্বীপপুঞ্জের প্রায় ২ হাজার মানুষকে উত্খাত করে তারা সেসেলশ ও মেনল্যান্ড মরিশাসে পাঠিয়ে দেয়। এই নিয়ে রাষ্ট্রপুঞ্জ-সহ আন্তর্জাতিক মহলে নিন্দার...