Pakistan’s Missile: দিয়েছিল ‘বড়দা’ চিন, পাকিস্তানের সুপারসনিক ব্যালাস্টিক মিসাইলেরও খেল খতম করল ভারত
Pakistan's Missile: প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় পাকিস্তানের সব চেষ্টাই কার্যত ব্যর্থ করে দিয়েছে ভারতের সবচেয়ে মারাত্মক ডিফেন্স সিস্টেম S-৪০০। যাকে সেনা সুদর্শন বলে ডেকে থাকে। সেই সুদর্শন চক্রের ধারেই কার্যত গলা কেটে গিয়েছে পাক প্রতিরক্ষা ব্যবস্থার।

কলকাতা: সুপারসনিক ব্যালাস্টিক মিসাইল দিয়ে হামলা করেও কিছুই করতে পারল না পাকিস্তান। সূত্রের খবর, উধমপুরকে লক্ষ্য করে সুপারসনিক ব্যালাস্টিক মিসাইল ফায়ার করেছিল পাক সেনা। কিন্তু, ভারতের বুকে আঘাত হামার আগেই তাকে তছনছ করে দিল ভারতের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম। প্রসঙ্গত, বিগত ২৪ ঘণ্টায় ভারতের একাধিক সেনা ছাউনি-সহ রাজস্থান, পঞ্জাব, কাশ্মীরের সীমান্তবর্তী এলাকাগুলিকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র, ড্রোন ছুড়তে থাকে পাকিস্তান। কিন্তু, ভারতে আক্রমণ শানানোর আগেই ধ্বংস হয়ে যায় সেগুলি।
সূত্রের খবর, CM- 400AKG সুপারসনিক ব্যালাস্টিক মিসাইল ছুড়েছিল পাকিস্তান। বিশ্বের যেকয়েকটি সুপারসনিক ব্যালাস্টিক রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে চিনের তৈরি এই মিসাইল। তাই শেষ করে দিয়েছে ভারত। তা যে চিনের জন্যও বড় বার্তা তা আর বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় পাকিস্তানের সব চেষ্টাই কার্যত ব্যর্থ করে দিয়েছে ভারতের সবচেয়ে মারাত্মক ডিফেন্স সিস্টেম S-৪০০। যাকে সেনা সুদর্শন বলে ডেকে থাকে। সেই সুদর্শন চক্রের ধারেই কার্যত গলা কেটে গিয়েছে পাক প্রতিরক্ষা ব্যবস্থার। তবে শুধু এস-৪০০ নয়, মাঠে নামানো হয়েছে L-70, ZSU-23, Shilka। শত্রুর ছোড়া ড্রোন থেকে মিসাইল আটকাতে এদেরও জুড়ি মেলা ভার।
