দুবাই: পাকিস্তানের ‘ঘর শত্রু’র সঙ্গে সম্পর্ক মজবুত করছে ভারত। পাক-আফগানিস্তান যুদ্ধের পাকচক্রে নিজের কোর্টেই বল টানছে সাউথ ব্লক, এমনটাই দাবি ওয়াকিবহাল মহলের।
বুধবার দুবাইয়ে আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী মৌলবি আমীর খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি। বেশ অনেক ক্ষণ ধরেই চলে এই দ্বিপাক্ষিক বৈঠক। দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা নিয়েও চলে আলোচনা।
পাশাপাশি, ভারত সরকারকে গত তিন বছর ধরে আফগানিস্তানে ত্রাণ বিলির জন্য ধন্যবাদ জানায় তালিবান সরকারের বিদেশমন্ত্রী। এমনকি, তালিবানরা যে ভারতের সঙ্গে সম্পর্কের গাঢ়ত্বকে আরও বাড়াতে চায়, সেই বিষয়টিও স্পষ্ট করেন তিনি। আফগানিস্তান ভারতের কখনও কোনও ক্ষতি চায় না বলেও দাবি করেন তালিবান সরকারের ওই মন্ত্রী।
তবে ভারত-আফগানিস্তানের মধ্যে বন্ধুত্ব বাড়তেই চিন্তায় পড়েছে পাকিস্তান।পড়শি দেশের সীমান্তে এখন যুদ্ধের আবহ। যখন তখন গুলি-বোমা চালাচ্ছে তালিবানরা। এই পরিস্থিতিতে দুবাইয়ের এই দ্বিপাক্ষিক বৈঠক কোনও মতেই স্বাভাবিক ভাবে দেখতে পারছে না পাকিস্তান, এমনটাই দাবি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের।
Foreign Secy @VikramMisri met Acting Foreign Minister of Afghanistan Mawlawi Amir Khan Muttaqi in Dubai today.
Both sides discussed 🇮🇳’s ongoing humanitarian assistance to Afghanistan, bilateral issues and security situation in the region. India reiterated its commitment to… pic.twitter.com/a3UyuIqkAG
— Randhir Jaiswal (@MEAIndia) January 8, 2025
আফগানিস্তানে সরকার ফেলে তালিবানরা যখন গোটা দেশের দখল নেয়, সেই সময়কালে শঙ্কার আবহ তৈরি হয়েছিল ভারতের বুকে। গত শতাব্দীতে তালিবান জন্মের নেপথ্যে প্রত্যক্ষ মদত জুগিয়েছিল পাকিস্তান। ফলত, সেই গোষ্ঠী নিজেদের সরকার গড়তেই চিন্তা বেড়েছিল ভারতের।
কিন্তু আপাতত সেই চিন্তার আর বিশেষ য়গা নেই বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। গত তিন বছর ধরে তালিবান সরকারকে নানা রকম সাহায্যের মধ্যে দিয়ে অনেকটাই বরফ গলিয়ে ফেলেছে সাউথ ব্লক।
উল্টে তালিবান সরকারের ‘চোখের বিষ’ হয়ে উঠেছে পাকিস্তান। ‘জন্মদাতার’ প্রাণনাশের খেলায় মেতে উঠেছে তারা। গত বছরের শেষ সপ্তাহেই ডুরান্ড লাইনে কাল্পনিক সীমানায় হামলা চালায় তালিবানরা। মৃত্যু হয় ১৯ জন পাকিস্তানি সেনার। হামলার মাঝে পড়ে প্রাণ যায় ৩ আফগান নাগরিকেরও।