Modi Trump Meeting: ‘তৈরি আছে ভারত…’, আমেরিকায় গিয়ে কাকে সর্তকবার্তা মোদীর?
Modi Trump Meeting: বৃহস্পতিবার, দ্বিপাক্ষিক আলোচনা সেরে যৌথ উদ্যোগে সাংবাদিক বৈঠক করেন দুই দেশের রাষ্ট্রনেতা। ওই দেশে যে অবৈধ ভাবে বসবাসকারী ভারতীয়দের দিন ফুরিয়ে এসেছে, সেই বিষয়টি সাফ বুঝিয়ে দেন মোদী।

ওয়াশিংটন: সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসী ভারতীয়দের আবার নিজ দেশে ফিরিয়ে দিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, শনিবার আরও এক দফা অবৈধ অভিবাসীদের ভারতে ফেরাতে চলেছেন ট্রাম্প। তবে এই অভিবাসীদের ফেরানোর প্রসঙ্গে দিন কতক আগেই দেশের অন্দরে চড়েছিল বিতর্ক। একটি ভিডিয়োয় দেখা যায়, অভিবাসী ভারতীয়দের হাতকড়ি ও পায়ে শিকল পরিয়ে বিমানে তুলছে ট্রাম্পের পুলিশ। আর তাতেই তৈরি হয়েছিল বিপত্তি।
বুধবার ফ্রান্স হয়ে আমেরিকা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার সেদেশের নতুন প্রেসিডেন্টের সঙ্গে সেরে ফেলেছেন বৈঠকও। সম্ভবনা ছিল মোদী-ট্রাম্পের বৈঠকে একবারের জন্য হলেও হয়তো উঠতে পারে অভিবাসন প্রসঙ্গ। আর হলও তেমনটাই। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অভিবাসীদের নিয়ে সেদেশে গিয়ে মুখ খুললেন খোদ মোদী।
কী বললেন তিনি?
বৃহস্পতিবার, দ্বিপাক্ষিক আলোচনা সেরে যৌথ উদ্যোগে সাংবাদিক বৈঠক করেন দুই দেশের রাষ্ট্রনেতা। ওই দেশে যে অবৈধ ভাবে বসবাসকারী ভারতীয়দের দিন ফুরিয়ে এসেছে, সেই বিষয়টি সাফ বুঝিয়ে দেন মোদী। বৈঠক থেকে তিনি বলেন, ভারতীয়দের দেশে ফেরাতে প্রস্তুত কেন্দ্র সরকার। তাঁর কথায়, ‘যে সকল ভারতীয় নাগরিকরা দিনের পর দিন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্দরে অবৈধ ভাবে রয়েছেন, তাদেরকে এবার দেশে ফেরাতে তৈরি আমরা।’
অভিবাসন ছাড়াও দুই দেশের উন্নয়নেও অনেকক্ষণ আলোচনা করেছেন মোদী ও ট্রাম্প। আলোচনা হয়েছে প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা ও বাণিজ্য নীতি নিয়ে। বৈঠক সেরেই ট্রাম্প বলেছেন, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে বিশ্বের সর্বশক্তিমান যুদ্ধবিমান F-35 স্টেলথ বিক্রি করতে আমেরিকা। এছাড়াও, দুই নেতার দাবি, আগামী পাঁচ বছরের মধ্যে লক্ষ কোটি টাকার বাণিজ্য চুক্তি সাক্ষরিত হতে চলেছে দুই দেশের মধ্যে।





