Crime: বাবার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল ছেলেকে, ডিভোর্সের পর ছেলের সঙ্গে এমন কাজ করল মা…বলার মতো নয়
ভারতীয় বংশোদ্ভুত ৪৮ বছরের মহিলা সরিতা রামারাজু। তাঁর বিরুদ্ধে উঠল নিজের ১১ বছরের ছেলেকে গলা কেটে খুন করার অভিযোগ। ছুরি দিয়ে নিজের ছেলের গলা কেটে তাঁকে খুন করেন সরিতা বলেই সন্দেহ।

মাত্র ১১ বছর বয়স ছেলেটার। ছুটিতে মায়ের সঙ্গে ঘুরতে গিয়েছিল ডিজনিল্যান্ড। কে জানত তাঁর সেই ঘুরতে যাওয়াই শেষ ঘোরা হয়ে যাবে? নিজের মায়ের হাতেই খুন হতে হবে নাবালককে!
ভারতীয় বংশোদ্ভুত ৪৮ বছরের মহিলা সরিতা রামারাজু। তাঁর বিরুদ্ধে উঠল নিজের ১১ বছরের ছেলেকে গলা কেটে খুন করার অভিযোগ। ছুরি দিয়ে নিজের ছেলের গলা কেটে তাঁকে খুন করেন সরিতা বলেই সন্দেহ।
শুক্রবার ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির জেলা অ্যাটর্নি অফিসের এক বিবৃতিতে জানায়, সমস্ত অভিযোগ প্রমাণিত হয়ে দোষী সাব্যস্ত হলে সরিতার সর্বোচ্চ ২৬ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
প্রসঙ্গত, ২০১৮ সালে সরিতার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি ক্যালিফোর্নিয়া থেকে চলে আসেন। নিজের ছেলের সঙ্গে সান্তা আনায় থাকতেন তিনি। সম্প্রতি নিজের এবং ছেলের জন্য তিন দিনের ডিজনিল্যান্ডের পাস কিনে আনেন তিনি।
১৯ মার্চ, ছেলেকে তাঁর বাবার কাছে ফিরিয়ে দেওয়ার কথা ছিল রামারাজুর। সেই দিন সকাল ৯টা ১২মিনিটে তিনি ৯১১ নম্বরে ফোন করে জানান, তিনি তাঁর ছেলেকে হত্যা করেছেন এবং আত্মহত্যার জন্য ওষুধ খেয়েছেন।
সান্তা আনা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে ডিজনিল্যান্ডের একটি ঘরের বিছানায় ছোট ছেলেটি মৃত অবস্থায় পড়ে রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান তাঁদের ফোন করার বেশ কয়েক ঘন্টা আগেই মৃত্যু হয় তাঁর।
ওই ঘর থেকে একটি বড় ছুরি পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার রামারাজুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং ছেলেকে খুন করার সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অরেঞ্জ কাউন্টির জেলা অ্যাটর্নি টড স্পিটজার বলেন, “একজন সন্তানের জীবন এমন বাবা-মায়ের ভারসাম্যের মধ্যে ঝুলে থাকা উচিত নয়, যাঁদের একে অপরের প্রতি রাগ তাঁদের সন্তানের প্রতি ভালোবাসার চেয়েও বেশি। একটি সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হওয়া উচিত তার বাবা-মা। ভালোবাসায় ছেলেকে জড়িয়ে ধরার পরিবর্তে, সেই তাঁর গলা কেটে ফেলে। অথচ নিয়তির নিষ্ঠুর মোড়কে মা তাঁকেই পৃথিবী থেকে সরিয়ে দেয় যেখানে সেই তাঁকে নিয়ে এসেছিল।”
এনবিসি লস অ্যাঞ্জেলেসের একটি প্রতিবেদনে মৃত ছেলেটিকে যতীন রামারাজু হিসেবে সনাক্ত করা হয়েছে। ওই প্রতিবেদন অনুসারে গত বছর সরিতা রামারাজু এবং স্বামী প্রকাশ রাজুর মধ্যে ছেলের কাস্টডি নিয়ে আইনি লড়াই চলছে। সরিতার অভিযোগ তাঁর স্বামী এবং যতীনের বাবা মাদকাসক্ত। সরিতার মতামত ছাড়াই তিনি ছেলের চিকিৎসা ও স্কুল সংক্রান্ত সব সিদ্ধান্ত নিয়ে নিতেন।
এনবিসির প্রতিবেদন অনুসারে প্রকাশ রাজু জন্ম এবং বেড়ে ওঠা ভারতের বেঙ্গালুরুতে। ২০১৮ সালের জানুয়ারিতে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। আদালতের রেকর্ড অনুসারে, রাজুকে তখন ছেলের হেফাজত দেওয়া হয়েছিল এবং সরিতাকে ছেলের সঙ্গে দেখা করার অধিকার দেওয়া হয়।





