Pakistan: ‘খরিফ চাষ ধাক্কা খাবে’, ভারতের এক পদক্ষেপে গলা শুকিয়ে কাঠ পাকিস্তানের

Pakistan: চেনাব বা চন্দ্রভাগা নদীর উপরেও বাগলিহার বাঁধ থেকে জল বন্ধ করে দিয়েছে ভারত। ফলে খরিফ চাষের জন্য জল কম পড়বে বলে আশঙ্কায় পাকিস্তানের ইন্দাস রিভার সিস্টেম অথরিটি(IRSA)।

Pakistan: খরিফ চাষ ধাক্কা খাবে, ভারতের এক পদক্ষেপে গলা শুকিয়ে কাঠ পাকিস্তানের

May 06, 2025 | 2:57 AM

ইসলামাবাদ: ভারতের কড়া পদক্ষেপের কয়েকদিনের মধ্যে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে পাকিস্তানের। ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে। চেনাব বা চন্দ্রভাগা নদীর উপরেও বাগলিহার বাঁধ থেকে জল বন্ধ করে দিয়েছে ভারত। ফলে খরিফ চাষের জন্য জল কম পড়বে বলে আশঙ্কায় পাকিস্তানের ইন্দাস রিভার সিস্টেম অথরিটি(IRSA)।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। বেছে বেছে হিন্দু পর্যটকদের উপর হামলা চালানো হয়। মৃত্যু হয় ২৬ জনের। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামে এক জঙ্গি সংগঠন ওই হামলার দায় স্বীকার করে। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন হল টিআরএফ।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করেছে ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়েছে। ভারত থেকে পাকিস্তানের নাগরিকদের ফেরত যেতে নির্দেশ দেওয়া হয়েছে। চেনাব বা চন্দ্রভাগা নদীর উপরেও বাগলিহার বাঁধ থেকে জল বন্ধ করে দিয়েছে। ভারত চেনাব নদীর জল বন্ধ করে দিতেই খরিফ শস্য চাষে জলসংকট নিয়ে চিন্তায় পড়েছে পাকিস্তান।

সোমবার ইসলামাবাদে বৈঠকে বসে আইআরএসএ-র উপদেষ্টা কমিটি। আইআরএসএ-র চেয়ারম্যান মহম্মদ শাবিরের নেতৃত্বে এই বৈঠক হয়। সেই বৈঠকেই মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত খরিফ চাষে জলসংকটের কথা উঠে আসে। ওই বৈঠকের শেষে একটি প্রেস বিবৃতি প্রকাশ করা হয়। যেখানে বলা হয়, ভারত জল বন্ধ করায় চেনাব নদীর জলস্তর কমে গিয়েছে।

ওই বৈঠকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, আগাম খরিফ মরশুমে মে থেকে ১০ জুন পর্যন্ত ২১ শতাংশ জল কম পড়তে পারে। এই সমস্যা মোকাবিলায় বাঁধগুলি থেকে জল ব্যবহারের কথা বলা হয়েছে প্রেস বিবৃতিতে।