US student missing: বিচ থেকে ‘গায়েব’ ছাত্রী সুদীক্ষা, খুঁজতে মাঠে নামল পুলিশ-FBI-ইন্টারপোল

Mar 14, 2025 | 6:03 PM

US student missing: সুদীক্ষার খোঁজে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোল হলুদ নোটিস জারি করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-ও তদন্তে নেমেছে। তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে ডমিনিকান রিপাবলিকের পুলিশ।

US student missing: বিচ থেকে গায়েব ছাত্রী সুদীক্ষা, খুঁজতে মাঠে নামল পুলিশ-FBI-ইন্টারপোল
নিখোঁজ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ছাত্রী সুদীক্ষা কোনানকি
Image Credit source: Social Media

Follow Us

ভার্জিনিয়া: বান্ধবীদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। সেখানে একটি বিচে শেষ দেখা গিয়েছিল তাঁকে। তারপর থেকে যেন গায়েব হয়ে গিয়েছেন। তাঁর খোঁজে তোলপাড় শুরু হয়েছে। এমনকি, ইন্টারপোলও আন্তর্জাতিক সতর্কতা জারি করেছে। তবে এখনও পর্যন্ত ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ছাত্রী সুদীক্ষা কোনানকির খোঁজ মেলেনি।

বছর কুড়ির সুদীক্ষা ৫ বান্ধবীর সঙ্গে ডমিনিকান রিপাবলিকের পুন্তা কানায় ঘুরতে গিয়েছিলেন। শেষবার তাঁকে গত ৬ মার্চ সকালে একটি বিচে দেখা গিয়েছিল। পুলিশ জানিয়েছে, ওই দ্বীপে জোশুয়া রিবে নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। শেষ ভিডিয়োতে রিবের সঙ্গে দেখা গিয়েছে সুদীক্ষাকে। কয়েক ঘণ্টা পর রিবে একা ফিরে আসেন।

সুদীক্ষার খোঁজে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোল হলুদ নোটিস জারি করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-ও তদন্তে নেমেছে। তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে ডমিনিকান রিপাবলিকের পুলিশ।

এই খবরটিও পড়ুন

সুদীক্ষার বাবা সুব্বারায়াডু কোনানকি তদন্তকারীদের সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখতে অনুরোধ করেছেন। সমুদ্রের জলে ভেসে যাওয়া থেকে শুরু করে অপহরণের সম্ভাবনার কথাও খতিয়ে দেখতে অনুরোধ করেন তিনি।

বছর কুড়ির সুদীক্ষা পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তাঁর বাড়ি ভার্জিনিয়ায়। জানা গিয়েছে, পাঁচ বান্ধবীর সঙ্গে গত ৩ মার্চ পুন্তা কানায় পৌঁছন সুদীক্ষা। গত ৭ মার্চ পুলিশে তাঁর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়।