Israel-Lebanon: ‘নতুন যুদ্ধ শুরু…’, চুক্তি ভেঙে ইজরায়েল আবার হামলা চালাতেই এল বড় ‘ওয়ার্নিং’

Israel-Lebanon: গত ১৫ই মার্চ দক্ষিণ লেবাননে হেজবুল্লাহ গোষ্ঠীর 'বাড়াবাড়ি' ও গুলিবর্ষণের অভিযোগ তুলে হামলা চালিয়েছিল ইজরায়েল। তারপর পরিস্থিতি ঠান্ডা ছিল কিছুটা।

Israel-Lebanon: নতুন যুদ্ধ শুরু..., চুক্তি ভেঙে ইজরায়েল আবার হামলা চালাতেই এল বড় ওয়ার্নিং
প্রতীকী ছবিImage Credit source: PTI

|

Mar 22, 2025 | 3:39 PM

লেবানন: গাজার পর ইজরায়েলের নিশানায় আবার লেবানন। সম্প্রতি, গাজায় যুদ্ধবিরতির চুক্তি ভেঙে ভয়াবহ হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনাবাহিনী। গাজার প্রশাসনিক মহলের দাবি, সেই হামলায় কমপক্ষে মৃত্যু হয়েছে ৪০০ জনের।

এবার সেই ‘ভয়ের আবহেই’ আরও একটি যুদ্ধবিরতির চুক্তি ভাঙল ইজরায়েল। গতবছরের নভেম্বর মাসেই ইহুদিভূম ও লেবাননের মধ্যে আমেরিকার উদ্যোগে যুদ্ধবিরতি টানা হয়েছিল। কিন্তু আপাতত সেই বিরতিই লাটে তুলে বন্দুক হাতে সংঘর্ষে নেমেছে তারা।

গত ১৫ই মার্চ দক্ষিণ লেবাননে হেজবুল্লাহ গোষ্ঠীর ‘বাড়াবাড়ি’ ও গুলিবর্ষণের অভিযোগ তুলে হামলা চালিয়েছিল ইজরায়েল। তারপর পরিস্থিতি ঠান্ডা ছিল কিছুটা। ছয়দিন পেরতেই শনিবার আবার ওই একই এলাকায় ভয়াবহ হামলা চালাল ইজরায়েলের সেনাবাহিনী IDF।

পরিস্থিতি এতটাই সংবেদনশীল যে এবার এই হামলার প্রসঙ্গে মুখ খুলেছেন খোদ লেবাননের প্রধানমন্ত্রী নয়াফ সালাম। তাঁর অভিযোগ, ‘দেশের দক্ষিণ প্রান্তে আবার সেনা অভিযান নামানো হয়েছে। এই ভাবে ইজরায়েল একটা নতুন যুদ্ধের শুরু করছে।’

অপরদিকে ইজরায়েল সেনাবাহিনীর অভিযোগ, এদিনও লেবাননের তরফ থেকে পরপর তিনটি মিসাইল হামলা চলেছে। অবশ্য, তা খুব সহজেই তারা প্রতিহত করতে পেরেছে বলেই দাবি সেনার। প্রসঙ্গত, গত বছরও গাজার যুদ্ধপরিস্থিতিকে কেন্দ্র করে ইজরায়েলের বিরুদ্ধে ময়দানে নেমেছিল লেবানন। এমনকি, সেদেশের অন্দরে হেজবোল্লাহ নামে সন্ত্রাসবাদী গোষ্ঠী ক্রমাগত হামলা চালিয়ে চলেছিল ইজরায়েলের উপর। বিশেষজ্ঞদের মতে, হেজবোল্লাহ ময়দানে নামতেই ‘ঘাম ছুটেছিল’ ইজরায়েলি সেনার।