AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Israel-Hezbollah: তলে তলে এতদূর এগিয়ে গেল ইজরায়েল? হিজবুল্লাকে নিয়ে মারাত্মক দাবি নেতানিয়াহুর

Israel-Hezbollah: নাসরাল্লাহ-র বিকল্প হিসাবে কাকে নিশানা করে খতম করেছে ইজরায়েল, সে বিষয়ে কোনও মন্তব্য না করলেও লেবাননবাসীর উদ্দেশে নেতানিয়াহু বলেন যে হিজবুল্লার হাত থেকে নিজেদের মুক্ত করতে। একইসঙ্গে লেবাননের উপরে হামলার সাফাই দিয়ে তিনি বলেন, "ইজরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে।"

Israel-Hezbollah: তলে তলে এতদূর এগিয়ে গেল ইজরায়েল? হিজবুল্লাকে নিয়ে মারাত্মক দাবি নেতানিয়াহুর
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।Image Credit: PTI
| Updated on: Oct 09, 2024 | 8:44 AM
Share

তেল আভিভ: হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাহ-কে খতম করেছে ইজরায়েল। এবার তাঁর উত্তরসূরীও নিকেশ? এমনটাই দাবি করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবারই তিনি ঘোষণা করেন যে ইজরায়েলি সেনা হিজবুল্লার সম্ভাব্য সর্বোচ্চ নেতাকেও নিকেশ করেছে।

রেকর্ড করা ভিডিয়ো বার্তায় ইজরায়েলের প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, “আমরা হিজবুল্লার ক্ষমতা হ্রাস করেছি। আমরা হাজার হাজার জঙ্গিকে নিকেশ করেছি। হিজবুল্লা প্রধান নাসরাল্লাহ, তাঁর উত্তরসূরী এবং উত্তরসূরীর বিকল্পকেও খতম করেছি।”

নাসরাল্লাহ-র বিকল্প হিসাবে কাকে নিশানা করে খতম করেছে ইজরায়েল, সে বিষয়ে কোনও মন্তব্য না করলেও লেবাননবাসীর উদ্দেশে নেতানিয়াহু বলেন যে হিজবুল্লার হাত থেকে নিজেদের মুক্ত করতে। একইসঙ্গে লেবাননের উপরে হামলার সাফাই দিয়ে তিনি বলেন, “ইজরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে।”

ইজরায়েলের প্রধানমন্ত্রীর দাবি, হিজবুল্লা আগের থেকে অনেক দুর্বল এখন। এটাই সঠিক সময় তাদের দেশ থেকে তাড়ানোর। লেবাননবাসী এই সুযোগ হাতছাড়া করলে, চরম মূল্য চোকাতে হবে বলেও সতর্ক করেন তিনি। জনবহুল জায়গায় আশ্রয় নিয়ে হিজবুল্লা ইজরায়েলের সঙ্গে যুদ্ধ করার চেষ্টা করবে, যার ফলে সাধারণ মানুষের প্রাণ যাবে বলেই হুঁশিয়ারি দেন নেতানিয়াহু।

প্রসঙ্গত, এর আগে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীও দাবি করেছিলেন নাসরাল্লাহ-র সঙ্গে তাঁর উত্তরসূরী হাসিম সাফিইদ্দিন-কেও নিকেশ করা হয়েছে। তবে উত্তরসূরীর বিকল্প বলতে নেতানিয়াহু কাকে বুঝিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।