Pakistan: জইশের ক্যাম্পের অবস্থাটা দেখেছেন! ভারতের হামলায় কীভাবে চুরচুর হয়ে গেল
Operation Sindoor: লাহোর থেকে ৪০০ কিমি দূরে অবস্থিত বাহওয়ালপুর হল পাকিস্তানের অন্যতম বড় শহর। জানা গিয়েছে, ২০১১ পর্যন্ত ওই ক্যাম্পটি ছোট থাকলেও ২০১২ থেকে সেটা বড় হতে শুরু করে।

ইসলামাবাদ: ধ্বংসস্তূপ। মার্কাজ সুভান আল্লাহের চেহারাটা এই একটাই শব্দে বর্ণনা করা যায়। পাকিস্তানের বাহওয়ালপুরে যে বিল্ডিং-এর ভিতরে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয়, তার ছাদ থেকে দেওয়াল, আর আস্ত নেই কিছুই। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর জইশ-ই-মহম্মদের ঘাঁটির ছবি সামনে এসেছে।
যে ৯টি জায়গায় ভারতীয় সেনা আঘাত করেছে, তার মধ্যে অন্যতম এই সুভান আল্লাহ ক্যাম্প। ওই ক্যাম্পের ভিতর যে জামিয়া মসজিদ আছে, সেটার ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে।

লাহোর থেকে ৪০০ কিমি দূরে অবস্থিত বাহওয়ালপুর হল পাকিস্তানের অন্যতম বড় শহর। জানা গিয়েছে, ২০১১ পর্যন্ত ওই ক্যাম্পটি ছোট থাকলেও ২০১২ থেকে সেটা বড় হতে শুরু করে।
উল্লেখ্য, ভারতের মাটিতে একাধিক ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় জড়িত এই জইশ-ই-মহম্মদ। ২০০২ সালে পাকিস্তানে সরাসরি নিষিদ্ধ হওয়ার পরও ক্যাম্প চালাতে কোনও অসুবিধা হয়নি এই জঙ্গি সংগঠনের। আর সবথেকে বড় কথা হল, পাকিস্তানের আর্মি ক্যান্টনমেন্ট থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত এই ক্যাম্প।

