AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ট্রাম্পের পথেই হাঁটছেন বাইডেন! ক্ষমতায় এলেই বেকাররা পাবে দেড় লক্ষ টাকা

বিদায়ী মার্কিন প্রেসিডেন্টকেই অনুসরণ করতে বাধ্য হলেন হবু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ট্রাম্পের পথেই হাঁটছেন বাইডেন! ক্ষমতায় এলেই বেকাররা পাবে দেড় লক্ষ টাকা
ফাইল চিত্র
| Updated on: Jan 11, 2021 | 8:32 PM
Share

ওয়াশিংটন: বিদায়কালে ক্রমেই বিপত্তি বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। মার্কিন ক্যাপিটলে ট্রাম্প-ভক্তদের হামলার পর আঙুল উঠছে ট্রাম্পের বিরুদ্ধেই। টুইটার আজীবনের জন্য কার্যত বিতাড়িত করেছে ট্রাম্পকে। এই প্রথম তিনিই কোনও মার্কিন প্রেসিডেন্ট যে ক্ষমতায় থাকাকালীনই দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। তাঁর বিরুদ্ধে পদক্ষেপের তালিকা অনেক বড়। তবে বিদায়ী মার্কিন প্রেসিডেন্টকেই অনুসরণ করতে বাধ্য হলেন হবু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

করোনা রিলিফ প্যাকেজের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের পথেই হাঁটতে চলেছেন জো। মার্কিন হাউসে প্রস্তাব এসেছিল আমেরিকায় করোনা আবহে যাঁরা কাজ হারিয়েছেন, তাঁদের সকলকে ৬০০ ডলার করে ভাতা দেওয়ার। কিন্তু সেই প্রস্তাবে নারাজ ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি ছিল ৬০০ ডলারের পরিবর্তে ২০০০ ডলার করে ভাতা দিতে হবে বেকারদের। তাই সেনেটে পাস হলেও সেই প্রস্তাবে সই না করেই মেলানিয়াকে নিয়ে বড়দিনের ছুটি কাটাতে চলে গিয়েছিলেন ট্রাম্প। যার ফলে চরম অস্থিতিশীলতার সামনে এসে দাঁড়িয়েছিল আমেরিকা। পরে অবশ্য ৬০০ ডলারের প্যাকেজেই সই করেছিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট।

সেই রিলিফ প্যাকেজ সম্পর্কে বাইডেনও ২০০০ ডলার দেওয়ার পক্ষেই। রবিবার তিনি বলেন, “৬০০ ডলার এতটাই কম যে একজনকে বাড়ি ভাড়া দেওয়া ও খাবার খাওয়ার মধ্যে যে কোনও একটি বিষয়ে ভাবতে হবে।” ২০ জানুয়ারি ৪৬-তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন জো বাইডেন। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাঁর দল ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে ২০০০ ডলার।

আরও পড়ুন: তেল-কুবের সৌদি আরবের শহরেই চলবে না কোনও গাড়ি! ঘোষণা যুবরাজের

ডোনাল্ড ট্রাম্প যখন ২০০০ ডলারের বিল প্রস্তাবের আর্জি জানিয়েছিলেন, তখন বিভিন্ন আন্তর্জাতিক খাতে ভাটা হবে বলে সেই প্রস্তাবনা আটকে ছিলেন রিপাবলিকান সেনেটররাই। এবার সেই একই সমস্যা বাইডেন প্রশাসনেও হয়, নাকি সবটা সামলাতে সক্ষম হবেন হবু প্রেসিডেন্ট, এটাই এখন দেখার।