AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তেল-কুবের সৌদি আরবের শহরেই চলবে না কোনও গাড়ি! ঘোষণা যুবরাজের

সলমন জানিয়েছেন, এই নতুন শহরের আয়তন হবে ১৭০ কিলোমিটার। 'কার্বন ফ্রি' এই শহরের নাম হবে দ্য লাইন। এই 'নেয়ম' প্রোজেক্টের খরচ হবে ৫০০ বিলিয়ন ডলার।

তেল-কুবের সৌদি আরবের শহরেই চলবে না কোনও গাড়ি! ঘোষণা যুবরাজের
মহম্মদ বিন সলমন
| Updated on: Jan 11, 2021 | 5:14 PM
Share

রিয়াধ: কালো সোনা রফতানিতে বিশ্বে প্রথম সৌদি আরব (Saudi Arabia)। তেলের অভাব নেই সে দেশে। তেল-কুবের তকমা সৌদি আরবের জন্য একেবারে প্রযোজ্য। তারপরেও সে দেশের যুবরাজ মহম্মদ বিন সলমন এমন শহর গড়ে তুলতে চাইছেন, যেখানে থাকবে না কোনও গাড়ি। প্রশ্ন জাগবেই, হঠাৎ কেন এই সিদ্ধান্ত! উদ্দেশ্য একটাই, পরিবেশ রক্ষা।

সলমন জানিয়েছেন, এই নতুন শহরের আয়তন হবে ১৭০ কিলোমিটার। ‘কার্বন ফ্রি’ এই শহরের নাম হবে দ্য লাইন। এই ‘নেয়ম’ প্রোজেক্টের খরচ হবে ৫০০ বিলিয়ন ডলার। রবিবার একথা জানিয়েছেন সৌদির যুবরাজ। তিনি জানিয়েছেন, নতুন বছরের কয়েক মাসের মধ্যেই শুরু হবে শহর গড়ার কাজ।

এই নতুন শহরকে কার্বন-মুক্ত গড়ে তোলার কথা ভাবছে সৌদি। যেখানে ১০ লক্ষ মানুষের বসবাস হবে। ২০৩০ সালের মধ্যে সেখানে ৩ লক্ষ ৮০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। ২০১৭ সালে এই তেলকুবের দেশের যুবরাজ সলমনই ‘নেয়ম’ প্রজেক্টের ঘোষণা করেছিলেন। সলমনের ওয়েবসাইটে এই প্রোজেক্টকে ‘দুঃসাহসীক স্বপ্ন’ বলে উল্লেখ করা হয়েছে। তাঁর বিশ্বাস এই শহর নতুন প্রযুক্তি ও ব্যবসার কেন্দ্র হয়ে উঠবে।

আরও পড়ুন: টুইটারে ট্রাম্পকে ব্যান করার নেপথ্যে হাত রয়েছে এই ভারতীয় বংশোদ্ভূতর

দাও ফিরে সে অরণ্য লও এ নগর, সৌদির যুবরাজ এই প্রোজেক্ট সম্পর্কে যেন এই কথাটাই আরও একবার মনে করিয়ে দিলেন। প্রোজেক্ট প্রসঙ্গে তিনি বলেন, “কেন আমরা উন্নতির জন্য পরিবেশের ত্যাগ করতে হবে।” তিনি এ-ও জানান, এই শহরটি ‘আমূল পরিবর্তন’ আনবে, যেখানে থাকবে না কোনও গাড়ি। তবে গণপরিবহণের ব্যবস্থা থাকবে সেই নতুন শহরে। যদিও সলমন জানিয়েছেন, কোনও পরিবহণের সময় ২০ মিনিটের বেশি হবে না।