Anwar Ali: ডার্বির আগে আনোয়ারকে নিয়ে বাড়ছে ধোঁয়াশা, অনুশীলনেই এলেন না ইস্টবেঙ্গলের তারকা

East Bengal: গুয়াহাটিতে ডার্বির আগে কলকাতায় শেষ অনুশীলনে এলেন না আনোয়ার আলি। ইস্টবেঙ্গলের গত ম্যাচে চোট পেয়েছিলেন তারকা ডিফেন্ডার।

Anwar Ali: ডার্বির আগে আনোয়ারকে নিয়ে বাড়ছে ধোঁয়াশা, অনুশীলনেই এলেন না ইস্টবেঙ্গলের তারকা
Anwar Ali: ডার্বির আগে আনোয়ারকে নিয়ে বাড়ছে ধোঁয়াশা, অনুশীলনেই এলেন না ইস্টবেঙ্গলের তারকা Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2025 | 1:05 PM

কলকাতা: শনিবারের ডার্বিতে আনোয়ার আলিকে (Anwar Ali) কি পাওয়া যাবে? এ প্রশ্নের উত্তর যেন খানিক পাওয়া গেল টিম গুয়াহাটি উড়ে যাওয়ার আগে। কারণ, গুয়াহাটিতে ডার্বির আগে কলকাতায় শেষ অনুশীলনে এলেন না আনোয়ার। ইস্টবেঙ্গলের গত ম্যাচে চোট পেয়েছিলেন তারকা ডিফেন্ডার। মুম্বই ম্যাচে চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছিলেন। এ বার তাঁর চোট বড় ম্যাচের আগে চাপ বাড়াল।

বড় ম্যাচের আগে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, ৪৮ ঘণ্টা দেরি রয়েছে ম্যাচের। আনোয়ার কেমন থাকেন, তার উপর নির্ভর করবে প্রথম একাদশে তিনি থাকবেন কিনা। ব্রুজো ৯ জানুয়ারি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, ‘ডার্বি ম্যাচের এখনও অনেকটা সময় বাকি। দেখা যাক কী হয়। আগের ম্যাচে চোট পেয়েছে ও।’

পায়ে ফোলা ভাব ছিল বলে বৃহস্পতিবার অনুশীলনের সময় টিমের সঙ্গে দেখা করলেও প্র্যাক্টিস না করেই মাঠ ছাড়েন আনোয়ার। আর আজ, শুক্রবার আনোয়ার অনুশীলনেই আসেননি। অস্কার ব্রুজো যে কারণে ডিফেন্সিভ কম্বিনেশন নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন। যার ছাপ দেখা গেল প্র্যাক্টিসে।

এই খবরটিও পড়ুন

অস্কার ব্রুজো টিমের ডিফেন্সে নতুন কম্বিনেশন নিয়ে ভাবছেন। রক্ষণে অবশ্যই চিন্তা বাড়াল আনোয়ারের না থাকা। আনোয়ারের মতো ইউটিলিটি প্লেয়ার ইস্টবেঙ্গলে আর নেই। আইএসএলে দেখা গিয়েছে দলের প্রয়োজনে কখনও মূল ডিফেন্সে অর্থাৎ মূল রক্ষণে বা রাইট ব্যাকে, কখনও আবার ডিফেন্সিভ ব্লকার হিসেবে আনোয়ার খেলছিলেন। সব রকম পজিশনে ঘুরিয়ে ফিরিয়ে দেখে তাঁকে নিচ্ছিলেন অস্কার ব্রুজো। তাই আনোয়ারের না থাকা নিঃসন্দেহে চাপ বাড়াচ্ছে ইস্টবেঙ্গলের অন্দরে।

গুয়াহাটি যাওয়ার আগে সৌভিক চক্রবর্তীকে অনুশীলনে ডিফেন্সিভ ব্লকারে অনুশীলনে দেখা গিয়েছে। সৌভিক ও জিকসন সিং দু’জনকে শুরুতে ব্লকারে রেখে অনুশীলন করেছে ইস্টবেঙ্গল। এ ছাড়াও সন্তোষজয়ী বাংলা অধিনায়ক চাকু মান্ডিকে অনুশীলনে রক্ষণে দেখে নিয়েছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। যদিও শুরু থেকে হয়তো তাঁকে খেলানোর ঝুঁকি নেবেন না লাল-হলুদ কোচ।