ইলেকট্রিক বিল ২১০ কোটি টাকা! হাতে পেয়েই ৪৪০ ভোল্টের ঝটকা খেলেন ললিত
Electricity Bill: ললিত জানান, গত মাসেই তার বাড়ির বিদ্যুতের বিল এসেছিল ২৫০০ টাকা। সেখান থেকেই ডিসেম্বর মাসে বিল এসেছে ২১০ কোটি টাকা, যা কার্যত অসম্ভব। তিনি ওই বিল নিয়ে সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি বোর্ড অফিসে অভিযোগ জানান।
সিমলা: একজনের বাড়িতে কত বিদ্যুৎ খরচ হতে পারে? আলিশান বাড়ি হলে, মাসে দেড়-দুই লক্ষ টাকা বিল আসতে পারে। তাই বলে ২১০ কোটি টাকা! হ্যাঁ, এত টাকাই বিল এসেছে এক ব্যক্তির। বিল দেখে তো তাঁর চক্ষু চড়কগাছ। বেশ কিছুক্ষণ সময় কেটে গেল বিলে উল্লেখ করা টাকার হিসাব করতেই।
আজব বিল এসেছে হিমাচল প্রদেশের হামিরপুর জেলার বেহেরউইন জাট্টান গ্রামের এক বাসিন্দার। ললিত ধীমান নামক এক ব্যক্তির বাড়িতে বিদ্যুতের বিল এসেছে ২১০ কোটি ৪২ লক্ষ ৮ হাজার ৪০৫ টাকার। ওই ব্যক্তির তো বিল হাতে পেয়েই চক্ষু চড়কগাছ।
ললিত জানান, গত মাসেই তার বাড়ির বিদ্যুতের বিল এসেছিল ২৫০০ টাকা। সেখান থেকেই ডিসেম্বর মাসে বিল এসেছে ২১০ কোটি টাকা, যা কার্যত অসম্ভব। তিনি ওই বিল নিয়ে সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি বোর্ড অফিসে অভিযোগ জানান।
সেখানে আধিকারিকরা জানান, প্রযুক্তিগত সমস্যার কারণে এত বেশি বিল এসেছিল। তা সংশোধন করলে দেখা যায়, ওই ব্যক্তির আসলে বিল এসেছে ৪ হাজার ৪৭ টাকা।
প্রসঙ্গত, এই প্রথম নয়, গত বছর গুজরাটের ভালসাদে এক ব্যক্তির বিদ্যুতের বিল এসেছিল ৮৬ লাখ টাকা।