Trump vs Keir Starmer: ট্রাম্পের একটা সিদ্ধান্তে শেষ বিশ্বায়নের যুগ? সোমেই ঘোষণা করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
Trump vs Keir Starmer: সেই রিপোর্টে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী নাকি জানিয়েছেন, 'ট্রাম্প এমন একটা কাজ করেছেন যা আমরা কেউই সমর্থন করি না। বিশ্ব পরিবর্তন হয়ে গিয়েছে। বিশ্বায়ন শেষ হয়ে গিয়েছে।'

লন্ডন: ব্রিটেনের সঙ্গে তাদের সম্পর্ক মন্দ নয়। কিন্তু তাও ব্রিটিশভূমের উপর কর চাপাতে একবারও ভাবল না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই ক্ষুদ্ধ হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। এমনকি, ট্রাম্প ‘মার্কিন স্বপ্নপূরণ’ করতে গিয়ে যে ‘আমেরিকা ফার্স্ট’ নীতি শুরু করেছেন, তা নিয়ে ‘চিন্তায়’ স্টার্মার।
সংবাদমাধ্যম টাইমস-এর একটি রিপোর্ট অনুযায়ী, সোমবার সম্ভবত দেশবাসীর উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ‘বিশ্বায়নের যুগ শেষ’ হওয়ার কথা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। সোভিয়েত ইউনিয়নের পতনের বিশ্ব বাজারকে উন্মুক্ত করে যে বিশ্বায়ন শুরু হয়েছিল, ট্রাম্পের জমানায় তার পতন হয়েছে বলে ঘোষণা করতে পারেন তিনি।
সেই রিপোর্টে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী নাকি জানিয়েছেন, ‘ট্রাম্প এমন একটা কাজ করেছেন যা আমরা কেউই সমর্থন করি না। বিশ্ব পরিবর্তন হয়ে গিয়েছে। বিশ্বায়ন শেষ হয়ে গিয়েছে।’
প্রসঙ্গত, বুধবার হোয়াইট হাউস থেকে একটি বিরাট তালিকা প্রকাশ করে বিশ্বের সব কটা দেশের উপর শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বন্ধু হোক বা শত্রু, আমেরিকায় পণ্য পাঠালে এখন থেকে সবাইকেই দিতে হবে কর। ব্রিটেনের উপরও চাপানো হয়েছে ১০ শতাংশ শুল্ক। তাতেই ক্ষেপেছেন প্রধানমন্ত্রী।
ইতিমধ্য়েই ব্রিটেনের অন্যতম গাড়ি প্রস্তুতকারী সংস্থা জাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে আমেরিকায় গাড়ি রফতানি স্থগিত রাখার কথা জানিয়েছে। সংস্থা সূত্রে খবর, বাণিজ্যিক মহলে তৈরি হওয়া অস্বস্তিকে সামাল দিতে এপ্রিল মাসের জন্য আমেরিকায় গাড়ি রফতানি সাময়িক ভাবে বন্ধ করা হবে।





