Bangladesh News: ১৭ বছর পর দেশে ফিরছেন খালেদা-পুত্র তারেক রহমান, বড় দাবি BNP মহাসচিবের

Avra Chattopadhyay |

Jan 09, 2025 | 6:00 PM

Bangladesh News: তাঁর আরও দাবি, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অল্প কিছুদিনের মধ্যে পুরোপুরি মুক্ত হবেন এবং আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন।'

Bangladesh News: ১৭ বছর পর দেশে ফিরছেন খালেদা-পুত্র তারেক রহমান, বড় দাবি BNP মহাসচিবের
Image Credit source: trahmanbnp - Instagram | Stringer/Anadolu Agency/Getty Images

Follow Us

ঢাকা: বাংলাদেশে বদলাচ্ছে রাজনৈতিক আবহ। কয়েক দিনের মধ্যে দেশে ফিরবেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, বড় দাবি খোদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

ঢাকার বিএনপি কার্যালয় থেকে খালেদা জিয়া বিরুদ্ধে হওয়া ‘মিথ্যা মামলা’ নিয়ে লেখা বই প্রকাশনার অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। তাঁর দাবি, ‘বিএনপি প্রধান আন্তর্জাতিক ভাবে যে সম্মান পেয়েছেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। কাতারের আমিরের প্রতিও আমরা কৃতজ্ঞ। তারা বিনা সংকোচেই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছে। ব্রিটিশ সরকারকেও ধন্যবাদ।’

তাঁর আরও দাবি, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অল্প কিছুদিনের মধ্যে পুরোপুরি মুক্ত হবেন এবং আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন।’

প্রসঙ্গত, হাসিনার আমলে খালেদা জিয়া কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে স্মারকলিপি জমা দিতে গিয়ে হামলা চালান এক দল বিক্ষোভকারী। ভাঙচুর চলে অফিস জুড়ে। মাটিতে ফেলে দেওয়া হয় মুজিবুর রহমান ও হাসিনার ছবি। মারা হয় জুতোও। এই ঘটনায় খালেদা পুত্রের বিরুদ্ধে মামলা দায়ের করে বাংলাদেশ হাই কমিশন। তার বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরয়ানাও। সেই গ্রেফতারি ঠেকাতে বছরের পর বছর দেশের বাইরেই পড়ে রয়েছেন খালেদা-পুত্র।

মঙ্গলবার, সাত বছর পর মা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তারেক রহমান। লন্ডনে চিকিৎসার জন্য কাতারের এয়ার অ্যাম্বুলেন্স চেপে রওনা দিয়েছিলেন খালেদা জিয়া। ব্রিটিশ ভূমে পা দিতেই নিজেই মায়ের সঙ্গে দেখা করতে যান তারেক। তারপর নিজেই গাড়ি চালিয়ে লন্ডন ক্লিনিকে মা’কে নিয়ে যান তিনি।

Next Article