
ঢাকা: সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার হয়ে মনোনয়নপত্র জমা দিল বিএনপি। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে ফেনী-১ আসন থেকে লড়বেন বিএনপির চেয়ারপার্সন। কিন্তু সেই একই আসনের জন্য বিকল্প প্রার্থীও আগেই থেকে বাছাই করে রেখেছে বিএনপি। জানা গিয়েছে, খালেদা জিয়ার পরিবর্তে ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপি-র আহ্বায়ক ও দলের চেয়ারপার্সনের নির্বাচনী সমন্বয়ক রফিকুল আলম ওরফে মজনুর হয়েও মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে।
এদিন মনোনয়ন পত্র জমা দিতে আসা দলের ভাইস চেয়ারম্য়ান আব্দুল আউয়াল মিন্টু প্রথম আলো-কে জানিয়েছেন, ‘নেত্রী অসুস্থ থাকায় বিকল্প প্রার্থী রাখা হয়েছে। যদি শেষ মুহূর্তে তিনি ভোট করতে না পারেন, তখন বিকল্প চিন্তা করা হবে। তবে খালেদা জিয়া মাঠে না থাকলেও তাঁর পক্ষে প্রচার চলতেই থাকবে।’
গত ২৩ নভেম্বর থেকে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। প্রথমে শ্বাসকষ্টের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরে একাধিক রোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। করোনার পর থেকেই নানা ব্যাধিতে জর্জরিত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। একাধিকবার হাসপাতালেও ভর্তি হয়েছেন। তবে এবার পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। ফলত, নির্বাচনী আবহে খালেদা জিয়াকে নিয়ে পদ্মাপাড়ে তৈরি হয়েছে অনিশ্চয়তাও।
শনিবার খালেদা জিয়ার চিকিৎসার জন্য তৈরি হওয়া মেডিক্য়াল বোর্ডের অন্যতম সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর অবস্থা অত্যন্ত জটিল। চিকিৎসকদের মতে, ‘একটা সঙ্কটময় পরিস্থিতি দিয়ে পার করছেন তিনি।’ এই শারীরিক পরিস্থিতির জেরে নিজের মনোনয়ন পত্রে স্বাক্ষর পর্যন্ত করতে পারেননি খালেদা জিয়া। বরং ব্যবহার করেছেন আঙুলের ছাপ। টাইমস অব বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন নির্বাচনে তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া। বগুড়া- ৭, দিনাজপুর-৩ ও ফেনী-১। যার মধ্যে দু’টি আসনে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ আপাতত শেষ হয়েছে। বাকি রয়েছে বগুড়া-৭ কেন্দ্রটি।