AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভিডিয়ো: নদীর জলে ভেসে যাচ্ছে বাড়ি, ‘প্রাণঘাতী বন্যায় সব হারালেন’ এলাকাবাসী

১৯৯০ সালের পর থেকে সিডনিতে এই ধরনের বন্যা প্রথম বলে জানান ওই অঞ্চলের বাসিন্দারা।

ভিডিয়ো: নদীর জলে ভেসে যাচ্ছে বাড়ি, 'প্রাণঘাতী বন্যায় সব হারালেন' এলাকাবাসী
ছবি- টুইটার
| Updated on: Mar 21, 2021 | 7:26 PM
Share

সিডনি: প্রবল বৃষ্টিতে ভাসছে সিডনি। বন্যার জেরে এলাকাবাসীরা দলে দলে আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছেন। সংবাদ মাধ্যমের ফুটেজে দেখা গিয়েছে, নিউ সাউথ ওয়েলসের টারে শহরে নদীতে একটি বাড়ি ভেসে যেতে দেখা গিয়েছে। রাতেই নিরাপত্তার জন্য আশ্রয় কেন্দ্রে গিয়েছেন দেড়শ মানুষ। দাবানলের সময় তৈরি হওয়া একটি আশ্রয় কেন্দ্রেই ঠাঁই হয়েছে এলাকাবাসীর।

টারের আশ্রয় কেন্দ্রের প্রধান আধিকারিক পল অ্যালেন এই বন্যাকে ‘প্রাণঘাতী’ বলে জানিয়েছেন। তিনি বলেন, “সব হারিয়েছেন এলাকাবাসী।” উপকূলবর্তী অঞ্চলে লাগাতার বৃষ্টির ফলে রাস্তা দিয়ে বইছে জলের উঁচু স্রোত। মূলত মৌসুমি বৃষ্টির ফলে এই বন্যার কথা জানিয়েছেন বিশষজ্ঞরা। তবে আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টি কমার পূর্বাভাসও করেছেন আবহওয়াবিদরা।

১৯৯০ সালের পর থেকে সিডনিতে এই ধরনের বন্যা প্রথম বলে জানান ওই অঞ্চলের বাসিন্দারা। আপদকালীন সংস্থাগুলি জানিয়েছে, একাধিক ফোন এসেছে তাদের কাছে। গতকাল রাত থেকে রবিবার পর্যন্ত ১০০টিরও বেশি আশ্রয় কেন্দ্র খুলেছে সে দেশের বন্যা বিধ্বস্ত অঞ্চলে।

আরও পড়ুন: বাংলাদেশে পা রাখার আগে মোদীকে বিশেষ আবেদন তসলিমার