NEWS9 Global Summit: বিলাসবহুল গাড়ির বাজার কতটা উর্ধ্বমুখী? NEWS9 গ্লোবাল সামিটে সেই বিষয়ে আলোকপাত করবেন Mercedes-এর সিইও সন্তোষ আয়ার

NEWS9 Global Summit: উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে রয়েছেন মার্সিডিজ-বেনজ ইন্ডিয়ার সিইও সন্তোষ আয়ার। তাঁর আলোচনার বিষয় হল, 'ড্রাইভিং আ বিলিয়ন অ্যাসপিরেশন'।

NEWS9 Global Summit: বিলাসবহুল গাড়ির বাজার কতটা উর্ধ্বমুখী? NEWS9 গ্লোবাল সামিটে সেই বিষয়ে আলোকপাত করবেন Mercedes-এর সিইও সন্তোষ আয়ার
Image Credit source: TV9 Network

Nov 20, 2024 | 6:42 PM

নয়া দিল্লি: দেশের সংবাদমাধ্যমের ইতিহাসে প্রথমবার। TV9 Mediverse নামে আন্তর্জাতিক স্তরের সম্মেলনের আয়োজন করেছে TV9 নেটওয়ার্ক। জার্মানির স্টুটগার্টে আয়োজন করা হয়েছে এই সম্মেলনের। আগামী ২১ থেকে ২৩ নভেম্বর এই সম্মেলন হবে। সেখানে আলোচনায় অংশ নেবেন বহু বিশিষ্ট ব্যক্তি।

India and Germany: A Roadmap for sustainable growth- এই শীর্ষক সম্মেলনে দুই দেশই অংশ নেবে। এই সম্মেলনে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, যা ভবিষ্যতে নতুন দিশা দেখাতে পারে দুই দেশকেই। সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। India inside the Global Bright Spot- এই বিষয়ে বিবৃতি দেবেন তিনি।

বিভিন্ন বিষয়ে দুই দেশকে একজায়গায় আনতেই এই সম্মেলনের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন TV9 নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস। তিনি বলেন, দুই দেশের তরফে এমন বিষয়ে আলোচনা হবে, যাতে দুই দেশই উপকৃত হবে। এই সম্মেলনের কো হোস্ট হিসেবে থাকছে বুন্দেসলিগা ক্লাব।

উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে রয়েছেন মার্সিডিজ-বেনজ ইন্ডিয়ার সিইও সন্তোষ আয়ার। তাঁর আলোচনার বিষয় হল, ‘ড্রাইভিং আ বিলিয়ন অ্যাসপিরেশন’। ভারতের অটোমোবাইল সেক্টর নিয়ে কথা বলবেন তিনি। গ্রিন টেকনোলজি, ইলেকট্রিক মোবিলিটি সহ বিভিন্ন বিষয় উঠে আসবে তাঁর আলোচনায়।

ভারতের বাজারে জার্মানির ইঞ্জিনিয়ারিং-এর দক্ষতা যে কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়েও কথা বলবেন সন্তোষ আয়ার। অর্থাৎ ভারত ও জার্মানির যৌথ উদ্যোগেই তৈরি হতে পারে উন্নততর গাড়ি।

গত বছর বিলাসবহুল গাড়ির বিক্রি অনেকটাই বেড়েছে ভারতে। ২০২৩-এ লাক্সারি কার বিক্রি হয়েছে প্রায় ৪২,৭০০টি। সেই তালিকায় আছে মার্সিডিজ-বেনজ, অডি, BMW। সন্তোষ আয়ার জানিয়েছেন গাড়ি আরও বেশি পরিবেশ-বান্ধব করে তোলার জন্য উদ্যোগ নিয়েছে মার্সিডিজ বেনজ। তাই বিলাসবহুল গাড়ির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মতামত দেবেন সন্তোষ আয়ার। মার্সিডিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলবেন।