Bangladesh: ভারত নিয়ে এবার ইউরোপের কাছে কী আবেদন করলেন ইউনূস?
India Bangladesh Relation: সোমবার ঢাকার তেজগাওয়ে একটি বৈঠক হয়। ১৯ সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে সেই বৈঠক। সেই মিটিং শেষে ইউনূস দাবি করেন, বাংলাদেশ নিয়ে অনেক ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে।
জ্যোতির্ময় কর্মকার, রাজিব খানের রিপোর্ট
ঢাকা: উত্তপ্ত বাংলাদেশ। সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে ভারত বারাবার প্রতিবেশী দেশকে বার্তা দিয়েছে যাতে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। শুধু তাই নয়,বাংলাদেশ সফরে গিয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রিও একই বার্তা দিচ্ছেন। ভারত যে সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বার্তা দিচ্ছে বাংলাদেশকে, সেই সময় বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশগুলোর ভিসা সেন্টার, দিল্লি থেকে সরিয়ে ঢাকায় কিংবা প্রতিবেশী অন্য কোনও দেশে স্থানান্তরের অনুরোধ করলেন মহম্মদ ইউনূস।
সোমবার ঢাকার তেজগাওয়ে একটি বৈঠক হয়। ১৯ সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে সেই বৈঠক। সেই মিটিং শেষে ইউনূস দাবি করেন, বাংলাদেশ নিয়ে অনেক ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে।
একই সঙ্গে তিনি বলেন, “ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না। ফলে তাঁদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না। ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশি কোনও দেশে স্থানান্তর হলে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে।”