Explained: নৈরাজ্যের নেপাল, তৈরি হবে হিন্দুরাষ্ট্র?

Nepal GenZ Protest: সমাজমাধ্যম যে আন্দোলনের একটা অণুঘটক ছিল, তা আবার স্পষ্ট হয়ে গেল। দুর্নীতির বিরুদ্ধে স্লোগান তুলে কাঠমান্ডুর পথ হল তপ্ত। পরিস্থিতি সামলাতে ময়দানে নামে পুলিশ। চলে জলকামান, টিয়ার গ্যাস। ফের একবার পুলিশের বিরুদ্ধে উঠেছে গুলি চালানোর অভিযোগ।

Explained: নৈরাজ্যের নেপাল, তৈরি হবে হিন্দুরাষ্ট্র?
প্রতীকী ছবিImage Credit source: Tv9 Graphics

|

Sep 09, 2025 | 8:58 PM

কাঠমান্ডু: নেপালের সংসদ ভবনের বর্তমানে ছবির সঙ্গে দু’দিন আগে ছবি মেলানো কঠিন। ২৪ ঘণ্টার মধ্যে আবহ এতটা বদলে যাওয়া কি সম্ভব? যে সড়ক দিন কয়েক আগেও ছিল নিরিবিলি। তা রাতারাতি কীভাবে অগ্নিগর্ভে পরিণত হল? এটা কি সত্যিই বাংলাদেশের মতো আরও একটা সংগ্রামের ডাক? নাকি শুধুই চক্রব্যূহে আটকে পড়া সমাজের সামনে ভেসে ওঠা মায়াজাল? অগ্নিগর্ভ নেপাল। যে নেপাল টালমাটাল হয় ভূমিকম্পে, সেই নেপাল আবার টালমাটাল হল তরুণদের হুঙ্কারে। কিন্তু কেন? টালমাটাল নেপাল তরুণ বা GenZ প্রজন্মের বিক্ষোভে সোমবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সেখানকার সরকার মোট ২৬টি সোশ্যাল মিডিয়া...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন