AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

News9 Global Summit এবার জার্মানিতে, বক্তার তালিকায় কারা, দেখে নিন

৯ অক্টোবর সকাল ৯টা ৪৫ মিনিটে উদ্বোধন হবে সম্মেলনের। বক্তা হিসেবে থাকবেন TV9 Network-এর এমডি ও সিইও বরুণ দাস। তিনি এই সম্মেলন প্রসঙ্গে বলেছেন, "ভারত ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার উপর জোর দেওয়া হবে News9 Global Summit-এ।"

News9 Global Summit এবার জার্মানিতে, বক্তার তালিকায় কারা, দেখে নিন
Image Credit: TV9 Network
| Edited By: | Updated on: Oct 09, 2025 | 7:28 AM
Share

নয়া দিল্লি: News9 Global Summit-এর দ্বিতীয় সংস্করণ নিয়ে হাজির TV9 Network। এবার সেই সম্মেলন আয়োজিত হওয়ার কথা জার্মানির স্টুগার্ট। ৯ ও ১০ অক্টোবর ওই সম্মেলনের আয়োজন করা হয়েছে। গত বছরের মতো এবারও দ্বিপাক্ষিক সম্পর্কের দিকে জোর দেওয়া হবে এই সম্মেলনে। একনজরে দেখে নিন, স্পিকারদের পুরো তালিকা:

৯ অক্টোবর সকাল ৯টা ৪৫ মিনিটে উদ্বোধন হবে সম্মেলনের। বক্তা হিসেবে থাকবেন TV9 Network-এর এমডি ও সিইও বরুণ দাস। তিনি এই সম্মেলন প্রসঙ্গে বলেছেন, “ভারত ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার উপর জোর দেওয়া হবে News9 Global Summit-এ। ইউরোপের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ হল জার্মানি, যারা ভারতের অন্যতম পার্টনারও বটে। এই প্রথম কোনও ভারতীয় সংবাদমাধ্যম এইরকম একটি উদ্য়োগ নিয়েছে।”

BW-Maharashtra: The Perfect Partnership Decade

৯ অক্টোবর সকাল ১১টা ২৫ থেকে শুরু হবে সেশন। এই সেশনে বক্তব্য রাখবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও বাডেন-উরটেনবার্গের মিনিস্টার প্রেসিডেন্ট উইনফ্রেড ক্রেচসম্যান। এই সেশনে দুই দেশের পার্টনারশিপের উপর গুরুত্ব দেওয়া হবে।

India-EU FTA: Mission 2025

৯ অক্টোবর, সকাল ১০টা ১০ মিনিটে এই সেশন শুরু হবে। প্রধান বক্তা হিসেবে থাকবেন ট্রেড অ্যান্ড দ্য ইউরোপিয়ান সিকিউরিটির ইউরোপিয়ান কমিশনার মারোস সেফকোভিক। মার্কেট অ্যাকসেস, রুলস অব অরিজিন, লেবার স্ট্যান্ডার্ড সহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন দুজন।

Global Reset: India In the Lead

৯ অক্টোবর সকাল ১১টা ৫ মিনিটে এই সেশন শুরু হওয়ার কথা। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর এই সেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করবেন।