Pakistan: বিদ্যুৎ সংকট চরমে, রাত ৮টার পর বাজার-দোকান বন্ধের নির্দেশিকা পাকিস্তানে
Pakistan: বিদ্যুৎ সংরক্ষণ প্রকল্পের অধীনে সারা দেশে সন্ধ্যা ৮টার মধ্যে বাজার বন্ধ করার প্রস্তাবটি গত মঙ্গলবার মঞ্জুর করেছে জাতীয় অর্থনৈতিক কাউন্সিল (NEC)।
ইসলামাবাদ: পাকিস্তানে (Pakistan) অর্থনৈতিক সংকট চরমে উঠেছে। দেশজুড়ে শুরু হয়েছে খাদ্যের হাহাকার। বর্তমানে বিদ্যুৎ সংকটও তুঙ্গে। পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ খরচ কমানোর উপর বিশেষ জোর দিয়েছে শেহবাজ শরিফের (Shehbaz Sharif) সরকার। গোটা দেশে রাত ৮টার মধ্যে বাজার, দোকান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাসের গোড়া থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে শেহবাজ সরকারের তরফে ঘোষণা করা হয়েছে। যদিও পাক সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতায় সরব হয়েছে পাকিস্তানের ব্যবসায়ী মহল। এরকম কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁদের সঙ্গে আলোচনা করার উচিত বলে দাবি ব্যবসায়ীদর।
জানা গিয়েছে, সম্প্রতি জাতীয় অর্থনৈতিক কাউন্সিল (NEC)-এর সঙ্গে বৈঠক করেন শেহবাজ শরিফ সরকারের প্রতিনিধিরা। সেই বৈঠকেই গোটা দেশে রাত ৮টার পর দোকান-বাজার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। খবরটি জানিয়ে পরিকল্পনা উন্নয়ন মন্ত্রী এহসান ইকবাল বলেন, “বিদ্যুৎ সংরক্ষণ প্রকল্পের অধীনে সারা দেশে সন্ধ্যা ৮টার মধ্যে বাজার বন্ধ করার প্রস্তাবটি গত মঙ্গলবার মঞ্জুর করেছে জাতীয় অর্থনৈতিক কাউন্সিল (NEC)।”
জাতীয় অর্থনৈতিক কাউন্সিল (NEC)-এর সঙ্গে বৈঠকে সমস্ত প্রদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলেও জানিয়েছেন মন্ত্রী এহসান ইকবাল। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সর্বসম্মতিক্রমে ১ জুলাই থেকে রাত ৮টা থেকে সমস্ত প্রদেশে সব দোকান-পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বর্তমানে দেশে যে বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে, এই পদ্ধতি অবলম্বন করলে সেটা অনেকাংশে সামাল দেওয়া সম্ভব হবে বলেও আশাবাদী পরিকল্পনা উন্নয়ন মন্ত্রী।
বর্তমানে বিদ্যুতের জন্য সরকারের সবচেয়ে বেশি খরচ হচ্ছে বলেও জানিয়েছে মন্ত্রী এহসান ইকবাল। তিনি জানান, গ্রীষ্মের সময় বিদ্যুৎ সরবরাহ করা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। গৃহস্থদের চাহিদা মেটাতেই সন্ধ্যায় তাড়াতাড়ি বাজার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যা ৮টায় বাজার বন্ধ করার পাশাপাশি সকলকে পুরনো বাল্বের বদলে LED আলো লাগানোর আবেদন জানিয়েছেন মন্ত্রী। এরপর অন্য কোনও সিদ্ধান্ত নেওয়া হলে সেটা পরে জানানো হবে বলেও জানান এহসান ইকবাল।
যদিও শেহবাজ সরকারের তাড়াতাড়ি বাজার বন্ধের সিদ্ধান্ত ঘোষণার পরই তীব্র বিরোধিতায় সরব হয়েছে পাকিস্তানের ব্যবসায়ী মহল। তাঁদের দাবি, গ্রীষ্মকালে দিনে দোকানে বিক্রি প্রায় হয় না। সন্ধ্যা ৮টার পর থেকে রাত ১১টা পর্যন্ত বিক্রি হয়। সরকারের একতরফাভাবে নেওয়া সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন তাঁরা।