Pakistan: রাতভর অভিযান, গুলির লড়াইয়ে হত ১৬ জঙ্গি, ১০৪ পণবন্দিকে উদ্ধার করল পাক সেনা

Mar 12, 2025 | 11:41 AM

Pakistan train hijack: বিএলএ-র বিদ্রোহীদের সঙ্গে রাতভর গুলির লড়াই চলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১০৪ জন পণবন্দিকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ৫৮ জন পুরুষ, ৩১ জন মহিলা এবং ১৫ শিশু রয়েছে।

Pakistan: রাতভর অভিযান, গুলির লড়াইয়ে হত ১৬ জঙ্গি, ১০৪ পণবন্দিকে উদ্ধার করল পাক সেনা
একশোর বেশি পণবন্দিকে উদ্ধার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী
Image Credit source: X handle

Follow Us

বালোচিস্তান: রাতভর গুলির লড়াই। বালোচিস্তানে অপহৃত ট্রেনের একশোর বেশি পণবন্দি যাত্রীকে উদ্ধার করল পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে বালোচিস্তানের স্বাধীনতাপন্থ সশস্ত্র সংগঠন বালোচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) ১৬ জঙ্গির। তবে ট্রেনে এখনও কতজন যাত্রী পণবন্দি রয়েছেন, তা স্পষ্ট নয়। আবার তাদের সদস্যদের মৃত্যুর খবর অস্বীকার করেছে বিএলএ।

গতকাল বালোচিস্তানের কোয়েত্তা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাওয়ার পথে জাফর এক্সপ্রেস অপহরণ করে বিএলএ জঙ্গিরা। ওই এক্সপ্রেসের ৯টি বগিতে প্রায় ৪০০ যাত্রী ছিলেন। এক বিবৃতিতে বিএলএ জানায়, তাদের মুক্তিযোদ্ধরা বোলানে রেলপথ উড়িয়ে দেয়। যার জেরে ট্রেনটি থামতে বাধ্য হয়। তারপরই ট্রেনের দখল নেয় তারা। পণবন্দিদের উদ্ধারে সেনা অভিযান হলে যাত্রীদের খুন করারও হুঁশিয়ারি দেয় বিএলএ।

বিএলএ হুঁশিয়ারি দিলেও পাকিস্তানের নিরাপত্তা বাহিনী পণবন্দি যাত্রীদের উদ্ধারে নামে। বিএলএ-র বিদ্রোহীদের সঙ্গে রাতভর গুলির লড়াই চলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১০৪ জন পণবন্দিকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ৫৮ জন পুরুষ, ৩১ জন মহিলা এবং ১৫ শিশু রয়েছে। সবাইকে নিকটবর্তী শহর মাচের একটি অস্থায়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ট্রেনে এখনও কতজন পণবন্দি রয়েছেন, তা স্পষ্ট নয়।

গুলির লড়াইয়ে ১৬ বিদ্রোহীর মৃত্যু হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। যদি তা অস্বীকার করে বিএলএ জানিয়েছে, তাদের সঙ্গে গুলির লড়াইয়ে ৩০ জন জওয়ান মারা গিয়েছেন। পাক প্রশাসনের তরফে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

ট্রেন অপহরণের পর বিএলএ দাবি জানিয়েছে, বালোচিস্তানের জেলবন্দি রাজনৈতিক নেতাদের ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে। পাকিস্তানের জওয়ানদের বিরুদ্ধে বালোচিস্তানের অনেককে অপহরণের অভিযোগ তুলে বিএলএ জানিয়েছে, সেইসব নিখোঁজ ব্যক্তিদেরও মুক্তি দিতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে ট্রেন পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র এই সংগঠন।