
নয়া দিল্লি: পাক জঙ্গি সংগঠনের হামলায় পহেলগাঁওতে মৃত্যু হয়েছে ২৭ জনের। সেই হামলার বদলা নিয়ে একেবারে প্রস্তুত ভারত। জল, স্থল, আকাশপথে চলছে মহড়া। আর এরই মধ্যে অন্যপথে ভারতকে আঘাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।
একদিকে পরপর সীমান্তের ওপার থেকে গুলি চালাচ্ছে পাক সেনা, অন্যদিকে ভারতের ওয়েবসাইটে লাগাতার হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের মদতপুষ্ট হ্যাকার গ্রুপগুলি গত কয়েকদিনে একাধিক ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছে। কিন্তু ভারতের সাইবার নিরাপত্তার কাছে বারবার হার মানছে পাকিস্তান। একবারও সফল হতে পারছে না তারা।
‘Cyber Group HOAX1337’ ও ‘National Cyber Crew’-এর মতো হ্যাকার গ্রুপগুলি গত কয়েকদিনে জম্মুর আর্মি পাবলিক স্কুলের ওয়েবসাইটকে নিশানা করা হয়েছে। এছাড়া আর্মি ইন্সটিটিউট, এয়ার ফোর্স, এক্স সার্ভিসমেনের হেল্থ সার্ভিস সহ বিভিন্ন ওয়েবসাইটও নিশানা করা হয়।
মহারাষ্ট্র সাইবার ডিপার্টমেন্ট গত কয়েকদিনে ১০ লক্ষ বার সাইবার হানা রেকর্ড করেছে। মহারাষ্ট্র সাইবার শাখার এক উচ্চপদস্থ পুলিশ অফিসার জানিয়েছেন, ডিজিটাল হামলার চেষ্টা বারবার হচ্ছে। পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে সেই ঘটনা বেড়েছে বলেও জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, একটা অশান্তির পরিস্থিতি তৈরি করতে এই সাইবার হামলার চেষ্টা করা হচ্ছে বারবার।