
ঢাকা: বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের বাদ পড়ার ঘটনায় চড়ছে রাজনীতি। ফের ইউনূসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের সম্মুখীন নয়াদিল্লি। এবার এই আবহেই বাংলাদেশে বেড়েছে ভারতীয় ক্রিকেট লিগ আইপিএল-এর সম্প্রচার বন্ধের সম্ভবনা। রবিবার এই মর্মে দেশের আইন মন্ত্রক থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রককে অনুরোধ জানানো হয়েছে।
এদিন বাংলাদেশের আইন উপদেষ্টা তথা যুব ও ক্রীড়া মন্ত্রকের ভারপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল নিজের সমাজমাধ্য়মে লিখেছেন, ‘আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উপদেষ্টাকে অনুরোধ করেছি, বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার যেন বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনও অবস্থাতেই এই অবমাননা মেনে নিতে পারছি না।’
তবে এই আইপিএল সম্প্রচার নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। রবিবার তথ্য ও সম্প্রচার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সংশ্লিষ্ট দফতরের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, আইপিএল-এর সম্প্রচার বন্ধের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘এই বিষয়ে আইনি ভিত্তিগুলি পর্যালোচনা করা প্রয়োজন। চুপ করে বসে থাকা উপায় নেই। একটা প্রতিক্রিয়া দেখাতে হচ্ছেই।’
ইঙ্গিত স্পষ্ট। আসন্ন আইপিএল ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর বাংলাদেশে ভারতীয় ক্রিকেটের লিগের সম্প্রচারের ভবিষ্যৎ এখন কার্যত প্রশ্নের মুখে। কিছুদিন আগেই আইপিএলের নিলামে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুরকে ৯ কোটি ২০ লক্ষ টাকা খরচ করে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। শনিবার জানা যায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে মুস্তাফিজুরকে বাদ দিতে বলা হয়েছে। এরপর বাঁধে বিতর্ক।
এদিন মুস্তাফিজুর প্রসঙ্গে রিজওয়ানা প্রশ্ন তোলেন, ‘কোন যুক্তি মুস্তাফিজুরকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ি কোনও যুক্তিতে মানা করা হলে তো এত দূর জল গড়াত না। যে যুক্তিতে মানা করা হয়েছে, তা তো আমরা কোনও ভাবেই গ্রহণ করতে পারছি না। খেলাকে যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম তা হলে খুব ভাল হত, কিন্তু তা হল না, এতে রাজনীতি নিয়ে আসা হল।’