Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Putin India Visit: ‘এবার আমাদের পালা…’, যুদ্ধের আবহে প্রথমবার ভারতে আসছেন পুতিন

Putin India Visit: গত অক্টোবরে 'ব্রিকস' সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে গিয়েই দ্বিপাক্ষিক বৈঠকের মাঝে রাশিয়ার প্রেসিডেন্টকে ভারতে আসার জন্য আমন্ত্রণ দিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদী।

Putin India Visit: 'এবার আমাদের পালা...', যুদ্ধের আবহে প্রথমবার ভারতে আসছেন পুতিন
প্রতীকী ছবিImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Mar 27, 2025 | 3:25 PM

নয়াদিল্লি: এবার ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বছর মস্কো গিয়ে পুতিনকে দেশে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদী। এবার সেই ‘ডাকেই’ সাড়া দিয়ে দেশে আসছেন রুশ প্রেসিডেন্ট। ২০২২ সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর এই প্রথমবার ভারতে আসছেন তিনি।

গত অক্টোবরে ‘ব্রিকস’ সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে গিয়েই দ্বিপাক্ষিক বৈঠকের মাঝে রাশিয়ার প্রেসিডেন্টকে ভারতে আসার জন্য আমন্ত্রণ দিয়ে এসেছিলেন তিনি। সেই আমন্ত্রণ প্রসঙ্গেই এদিন রুশ বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট ভারতের আমন্ত্রণ গ্রহণ করেছেন। এবার আমাদের পালা।’ তবে পুতিনের ভারত সফর প্রসঙ্গে এখনও দিনক্ষণের কথা জানায়নি সেদেশের বিদেশমন্ত্রক।

এখনও কাটেনি রাশিয়া-ইউক্রেন জট। আর এমন যুদ্ধকালীন পরিস্থিতিতেই ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের আবহে প্রেসিডেন্টে ভারত সফর কার্যত তাৎপর্যপূর্ণ। বরাবরই, রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের মাঝে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে ভারত। রাষ্ট্রপুঞ্জে যখন একের পর এক দেশ রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাব এনেছে, সেই আবহেও বিবাদ থেকে নিজেদের সরিয়ে রেখেছে ভারত।

এই যুদ্ধের মাঝে যখন একাধারে পুতিনের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই আবহেই আবার একই ভাবে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করতে দেখা যায় তাঁকে।